দৈনিকবার্তা-ঢাকা, ১২ মার্চ: ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের পুরাতন ভবনে ‘দূর নিয়ন্ত্রিত একটি মোবাইল বোমা’ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে আদালত পাড়ার একটি বিল্ডিংয়ের নিচতলায় ৩১ নম্বর আদালতের বারান্দায় বিকট শব্দে এ বিস্ফোরণ ঘটে। পুলিশের সহকারী কমিশনার (এসি) প্রসিকিউশন আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।জানা গেছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে বিস্ফোরণের আগেই মোবাইল বোমার ডিভাইসটি আদালতের একটি ভবনের নিচতলায় রেখে যান।
পরে দূর থেকে কল দিয়ে মোবাইল বোমাটিতে ভাইব্রেশন সৃষ্টি করে এ বিস্ফোরণ ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণের ঘটনাস্থলটি বেরিকেট দিয়ে ঘিরে রাখা হয়।ঘটনাস্থলে বোমা বিস্ফোরণ বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে ভাঙা মোবাইল, ব্যাটারি ও ডিভাইসটি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তবে মোবাইল বোমাটিতে কোনো স্পিøন্টার না থাকায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
অপরদিকে মোবাইল বোমা বিস্ফোরণের পর ঢাকা সিএমএম আদালতের বিচারক বিকাশ কুমার সাহা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোতোয়ালী থানায় যোগাযোগ করা হলে থানার ডিউটি অফিসার সহকারী পরির্দশক ঘটনার সত্যতা স্বীকার করে ঘটনাস্থলে এসআই দেবব্রত রয়েছেন, তার সাথে যোগাযোগ করতে বলেছেন।পরে সহকারী পরির্দশক দেবব্রত বোমা বিস্ফোরণের সত্যতা স্বীকার করে বলেন, আদালত ভবনে একাধিক ক্লোজ সার্কিক ক্যামেরা (সিসি ক্যামেরা) লাগানো আছে। তাই জড়িতদের খুব দ্রুতই তদন্ত করে আটক করা সম্ভব হবে ।