দৈনিকবার্তা-ঢাকা, ১২ মার্চ: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদের নিখোঁজের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তদন্ত করে দেখছে।তিনি বলেন,সালাউদ্দিন আহমেদের পরিবার বিষয়টি নিয়ে যে অভিযোগ করেছে তা এখন পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার ও স্পষ্ট নয়।পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন বলেই আমরা তা তদন্ত করে দেখছি’ বলে তিনি সাংবাদিকদের জানান।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বৃহস্পতিবার দুপুরে মিরপুর পুলিশ স্টাফ কলেজে আয়োজিত ট্রেনিং অন ট্রান্সন্যাশনাল ক্রাইম : সার্ক পারসপেকটিভ’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।অনুষ্ঠানশেষে স্ংাবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী যে কাউকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করলে আইন অনুযায়ী তাকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করা হয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওয়ারেন্ট সংশ্লিষ্ট থানায় কবে পৌঁছাবে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব কিছুই আদালতের নির্দেশে হচ্ছে।পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এর রেক্টর ফাতেমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক(আইজিপি) এ কে এম শহিদুল হক ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সার্কভুক্ত দেশগুলো থেকে আগত ২০ জন এসপিসহ তদুর্ধ কর্মকর্তাদের মধ্যে সনদ বিতরণ করেন।তৃতীয়বারের মতো ২১ দিনব্যাপী এ অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়া সার্কভুক্ত ভারত, ভুটান, শ্রীলংকা, আফগানিস্তান, মালদ্বীপ ও নেপালের এসপিসহ তদুর্ধ কর্মকর্তারা এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন।