দৈনিকবার্তা-ঢাকা, ১২ মার্চ: মিউচু্যয়াল ফান্ডের বিনিয়োগে লোকসানের বিপরীতে সঞ্চিতি রাখার শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক৷ এখন থেকে মিউচু্যয়াল ফান্ড ইউনিটের গড় ক্রয় মূল্য তার বাজার মূল্য অথবা চলতি বাজার মূল্যে নির্ণীত নিট সম্পদ মূল্যের যেকোন একটি ৮৫ ভাগের কম বা সমান হলে ব্যাংকগুলোকে সঞ্চিতি রাখতে হবে না৷ কিন্তু ক্রয় মূল্য এর চেয়ে বেশি হলে প্রযোজ্য হারে সঞ্চিতি রাখতে হবে৷
সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় সঞ্চিতি সংরক্ষনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক নমনীয় পদ্ধতি গ্রহণের সিদ্ধানত্ম নিয়েছে৷ বুধবার কেন্দ্রিয় ব্যাংক এ সংক্রানত্ম একটি প্রজ্ঞাপন জারি করে তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে৷সঞ্চিতির ক্ষেত্রে ঘোষিত ছাড় পুঁজিবাজারে তালিকাভুক্ত এবং তালিকা বহির্ভূত সব মিউচু্যয়াল ফান্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে৷ উলেস্নখ্য, বর্তমানে বে-মেয়াদী মিউচুয়াল ফান্ডগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত৷ আর মেয়াদহীন ফান্ডগুলো তালিকা বহির্ভূত৷
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইউনিটের ক্রয় মূল্য তার বাজার মূল্য বা চলতি বাজার মূল্যে নির্ণীত নিট সম্পদ মূল্যের (এনএভি) ৮৫ ভাগের বেশি হলে সঞ্চিতি রাখতে হবে৷ এ ক্ষেত্রে সঞ্চিতির পরিমাণ নির্ধারণ করতে হবে দুটি পদ্ধতিতে৷
মিউচুয়াল ফান্ডের ইউনিটের বাজার মূল্য তার নিট সম্পদ মূল্যের (এনএভি) চেয়ে বেশি হলে লোকসানের সমপরিমাণ অর্থ সঞ্চিতি রাখতে হবে৷ ইউনিটের গড় ক্রয় মূল্য থেকে তার বাজার মূল্য বাদ দিয়ে লোকসান নির্ণয় করতে হবে৷বেমেয়াদী ফান্ডের ক্ষেত্রে ইউনিটের ক্রয় মূল্য তার এনএভির ৮৫ ভাগের সমান বা বেশি হলে সঞ্চিতি রাখতে হবে না৷ কিন্তু তার কম হলে গড় ক্রয় মূল্য ও এনএভির ব্যবধানের সমপরিমাণ অর্থ সঞ্চিতি রাখতে হবে৷