attact-400-220_12317

দৈনিকবার্তা-নওগাঁ, ১২ মার্চ: বৃহস্পতিবার সকালে নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ মিছিল করার চেষ্টা করার সময় জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকারের ছেলে থানা যুবদলের সাবেক আহ্বায়ক পারভেজ আরেফিন সিদ্দিকী জনিসহ (৩৫) তিন জনকে আটক করেছে। পুলিশের লাঠিচার্জে তারাসহ ৪ জন মারাত্মক আহত হয়। এই ঘটনার ছবি তুলতে গেলে পুলিশ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনকে লাঞ্ছিত করে। আটক অপর দুইজন হলেন, থানা যুবদলের সভাপতি মোজাফ্ফর রহমান (৪০) ও থানা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রাজু (৩০)। তারাসহ লাঠিচার্জে থানা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সাগর আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল চলাকালে পিকেটিংয়ের শেষে বেলা ১০ টায় প্রতিদিনের মত ২০ দলের নেতাকর্মীরা বাসস্ট্যান্ড মাছের মোড় থেকে সমাপনী বিক্ষোভ মিছিল বের করার প্রস্তুতি নেয়। এসময় মহাদেবপুর থানার এসআই শফি’র নেতৃত্বে পুলিশ নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সেখান থেকে ৩ জনকে আটক করে থানায় নিয়ে আসে।মহাদেবপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এই ঘটনায় থানা বিএপি’র সভাপতি সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকী গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, পুলিশ বিনা উস্কানীতে শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা দিয়ে নেতাকর্মীদের উপর চড়াও হয়।

সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় দুপুরে মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কিউ,এম,সাঈদ টিটো, সহ-সভাপতি আককাস আলী, সাধারণ সম্পাদক কাজী সামছুজ্জোহা মিলন, থানা প্রেসক্লাবের সভাপতি গোলাম রসুল বাবু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ম সম্পাদক আইনুল ইসলাম, মহাদেবপুর প্রেসক্লাবের সভাপতি আজাদুল ইসলাম আজাদ, সদস্য চঞ্চল কুমার প্রমুখ সাংবাদিক নেতৃবৃন্দ মহাদেবপুর থানার ওসি সাইফুল ইসলামের সাথে তার অফিস কক্ষে দেখা করে এর প্রতিবাদ জানান। ওসি এই ঘটনায় দু:খ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতার আশ্বাস দেন।