দৈনিকবার্তা-ঢাকা, ১২ মার্চ: কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, যারা হায়েনার সঙ্গে সংলাপের কথা বলে, তারা পাগলের প্রলাপ বকে৷ আমরা পাগলের প্রলাপ নিয়ে রাজনীতি করি না৷ হায়েনার সঙ্গে কথা বলি না, বলবোও না৷
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন৷ প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ চেষ্টার প্রতিবাদে এ বিক্ষোভের আয়োজন করা হয়৷বিএনপি মৃতু্য নিয়ে ব্যবসা করে দাবি করে মতিয়া চৌধুরী বলেন, এরা লাশ বেচা লোক৷ আজরাইলের খালাতো ভাই৷ আজরাইলের যেমন লাশ দেখে প্রতিক্রিয়া হয় না, তাদেরও কোনো প্রতিক্রিয়া হয় না৷ এরা সফলকাম হবে না৷ আল্লাহর রহম আছে শেখ হাসিনা ও জয়ের উপর৷ মানবের জয় হবে, দানবের পরাজয় অবশ্যই হবে৷ ওদের (জিয়া পরিবার) ধ্বংস অবশ্যম্ভাবী৷
জয় অপহরণ সংবাদ বানোয়াট বিএনপির এমন অভিযোগের জবাবে তিনি বলেন, এফবিআইয়ের তথ্য বানোয়াট৷ আমরা যা বলি বানোয়াট, সবকিছুই বানোয়াট৷ একমাত্র সাচ্ছা বেগম খালেদা জিয়া ও বিএনপির চোর-ডাকাতরা৷ মিথ্যা কথা বলতে এদের চোখের পাতা নড়ে না৷ কোনো হায়া-লজ্জা হয় না৷
একই সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বেগম জিয়ার উদ্দেশ্যে বলেন, এখনও শোধরানোর সময় আছে৷ হত্যার দায় স্বীকার করে সুস্থ রাজনীতির ধারায় ফিরে আসুন৷ অন্যথায়, আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে৷ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে আরও বক্তৃতা করেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, হাজী মো. সেলিম এমপি প্রমুখ৷