দৈনিকবার্তা-ঢাকা, ১২ মার্চ: আসন্ন রমজান মাসের আগেই ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। পাশাপাশি চলতি মার্চ মাসের মধ্যেই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১২ মার্চ) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে বৈঠক করেন সিইসি কাজী রকিব উদ্দীন আহমেদ। পরে কমিশনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। সিইসি বলেন, সম্ভব হলে জুনের আগেই ভোট করে ফেলব।বৃষ্টি থেকে বাঁচতে জুনের আগেই নির্বাচন করার পক্ষে তারা। এপ্রিল থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষার ছুটির ফাঁকে ভোট নেওয়ার কথা ভাবছে কমিশন। এখন পর্যন্ত দেশের যা পরিস্থিতি তাতে নির্বাচন না করার কোনো কারণ নেই বলে মনে করে ইসি।
পরীক্ষার ব্যাপারটি বিবেচনা করা হবে বলে জানিয়ে সিইসি বলেন, নির্বাচন করতে পাঁচ দিন সময় লাগবে। এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত প্রতি মাসেই পরীক্ষার ফাঁকে ছুটি আছে। ওই ছুটির ফাঁকে নির্বাচন হতে পারে। এপ্রিলে নির্বাচন করতে হলে এ মাসেই তফসিল ঘোষণা করতে হবে বলে জানান তিনি। তফসিল ঘোষণার পর অন্তত ৩৭ দিন সময় হাতে রেখে ভোট গ্রহণের তারিখ ঠিক করা হবে।
জুন মাসে বৃষ্টির কথা মাথায় রেখে তার আগেই নির্বাচনের কথা ভাবছে নির্বাচন কমিশন। সিইসি বলেন, এর আগে চট্টগ্রামে জুন মাসে নির্বাচন হয়েছিল। তখন সব ভোটকেন্দ্র পানিতে ভেসে গিয়েছিল। তাই সম্ভব হলে জুনের আগেই ভোট করে ফেলব। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নির্বাচন করার পক্ষে মত দিয়েছেন বলে তিনি জানান। সিইসি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, দেশের পরিস্থিতির উন্নতি হচ্ছে। ভবিষ্যতে আরও উন্নতি হবে। নির্বাচন করতে কোনো সমস্যা হবে না। দেশে বিভিন্ন সময় যে হামলার ঘটনা ঘটছে, এ ব্যাপারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। প্রয়োজন হলে নির্বাচনে সেনাবাহিনী নিয়োগ করা হবে বলে জানান কাজী রকিব উদ্দীন আহমেদ।
সিইসি জানান, শিক্ষা মন্ত্রণালয় বলেছে, আগামী ১ এপ্রিল েেথকে ১১ জুন পর্যন্ত সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে হরতাল, অবরোধের কারণে শুক্র ও শনিবারে পরীক্ষা নিতে হতে পারে। সে ক্ষেত্রে শুক্র ও শনিবার বাদ দিয়ে উপযুক্ত সময়ে ভোট গ্রহণের দিন নির্ধারণ করার কথা বলেছে শিক্ষা মন্ত্রণালয়।ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের শিডিউল একসঙ্গে হবে কি না, এ ব্যাপারে সিদ্ধান্ত হয়নি বলে জানান সিইসি। তিনি বলেন, কমিশন এ বিষয়ে বসে সিদ্ধান্ত নেবেসিইসি বলেন, হয়তো চলতি মাসেই ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনের তফসিল দিতে হবে। কারণ রোজার আগেই নির্বাচন করতে হবে। সেক্ষেত্রে তফসিল ঘোষণার পর ভোটগ্রহণের জন্য অন্তত ৩৭ দিন সময় লাগবে।
সিইসি বলেন, এসএসসিতে কিছু বিষয়ের পরীক্ষা পিছিয়ে গেছে। আবার ১ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত এসএসসি পরীক্ষা রয়েছে। এদিকে ১৮ বা ১৯ জুন থেকে রোজা শুরু হবে। তাই রোজার শুরু হওয়ার আগেই আমরা নির্বাচন করে ফেলবো।তিনি বলেন, ১ এপ্রিল থেকে ৬ এপ্রিল আবার ১১ জুনের দিকে গ্যাপ আছে। এমন আরও কিছু গ্যাপ আছে। যে কোনো একটি গ্যাপের মধ্যেই আমরা নির্বাচন করে ফেলবো। নির্বাচনের জন্য অন্তত ৫ দিনের গ্যাপ দরকার। শিক্ষা মন্ত্রণালয় বলেছে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে শুক্রবার ও শনিবার এসএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। এমন অবস্থা যদি চলতে থাকে তবে যেন শুক্রবার ও শনিবার ছাড়া ভোটের দিন নির্ধারণ করা হয়। কমিশন তাই শুক্রবার ও শনিবার বাদ দিয়ে নির্বাচন করবে।
কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, আমরা এখন নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচনের জন্য সমস্ত কাজ গুছিয়ে ফেলেছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বলেছে, পরিস্থিতির উন্নতি হচ্ছে। ভবিষতে আরও উন্নতি হবে। নির্বাচনের জন্য কোনো বাধা থাকবে না।কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, পরিস্থিতির অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। অবস্থা কেমন হবে তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজন হলে সেনাবাহিনীকে ডাকা হবে। বিভক্ত হওয়ার আগে ডিসিসিতে সর্বশেষ নির্বাচন হয়েছিলো ২০০২ সালের ২৫ এপ্রিল। সে সময় ভোটার ছিলো ২৮ লাখ ৬৯ হাজার ২৮ জন। বর্তমানে উত্তর-দক্ষিণ মিলিয়ে দুই সিটি কর্পোরেশন মোট ভোটার রয়েছে ৪২ লাখ ১৯ হাজার ৬৭৬ জন।
চসিক নির্বাচনের সর্বশেষ ভোট হয়েছিলো ২০১০ সালের ১৭ জুন। তখন ভোটার ছিলো ১৬ লাখ ৮৮ হাজার ৬৭৬ জন। বর্তমানে এ সিটির মোট ভোটার ১৮ লাখ ২২ হাজার ৮৯২জন।সংবাদ সম্মেলনে ইসি সচিব সিরাজুল ইসলাম, যুগ্মসচিব জেসমিন টুলী ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।এর আগে সকালে সিইসি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক করেন।
ওই বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুল মোবারক, আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, মো. শাহ নেওয়াজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ড. মো. মোজাম্মেল হক খান, ইসি সচিব সিরাজুল ইসলাম, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সর্দার, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জে আবু বেলাল মো. শফিউল হক, কোস্ট কার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল মো. শামসুল হক পিএসসি, অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (স্পেশাল ব্রাঞ্চ) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (পুলিশ হেডকোয়ার্টার) মো. মোখলেসুর রহমান, র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদসহ সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।