download

দৈনিকবার্তা-গাজীপুর, ১২ মার্চ: গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় গুরুতর আহত ইজি বাইক চালক হাসপাতালে ৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার দিবাগত রাতে মারা গেছে। এলাকাবাসী খুনিদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে। নিহতের নাম আব্দুল হামিদ (৩০)। সে কালীগঞ্জ উপজেলার চৌড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। এ ব্যাপারে বৃহস্পতিবার নিহতের স্ত্রী আওলিয়া বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে।

জানা গেছে, গত রবিবার সকালে কালীগঞ্জ উপজেলার বড়নগর সড়কে দু’টি ইজি বাইকে ধাক্কা লাগাকে কেন্দ্র করে চালক মো. আঙ্গুর খাঁন (৪৮) ও হামিদের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে পরবর্তীতে লোকজন নিয়ে আঙ্গুর খাঁনের ছেলেরা আব্দুল হামিদকে মারধোর করে। স্থানীয়রা আহত হামিদকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ধানমন্ডি জেনারেল এন্ড কিডনি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ৪ দিনপর বুধবার রাতে সে মারা যায়। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী খুনিদের গ্রেফতারের দাবিতে কালীগঞ্জের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করে। বৃহস্পতিবার নিহতের স্ত্রী দু’মেয়ে সন্তানের জননী আওলিয়া বেগম বাদী হয়ে ৮ জনকে আসামী করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা (মামলা নং ০৮) দায়ের করেছে।