???????????????????????

দৈনিকবার্তা-গাজীপুর, ১২ মার্চ: গাজীপুরে এক আইনজীবীকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার আইনজীবীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালনকালে আদালতের বিচারকের খাসকামরা ও এজলাসে হামলা, ভাংচুর এবং তছনছের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে গাজীপুর আদালত পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি এস কে সিনহা।পরিদর্শণে এসে প্রধান বিচারপতি এস কে সিনহা বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ক্ষতিগ্রস্থ এজলাস ঘুরে দেখেন এবং আইনজীবী নেতৃবৃন্দ ও বিচারকদের সঙ্গে কথা বলেন। এসময় প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিম কোর্টের রেজিষ্ট্রার সৈয়দ আমিনুল ইসলাম, গাজীপুরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ খালেদা ইয়াসমিন, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক মহসীন, এস এম মোস্তফা কামালসহ আইনজীবী নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মর্কতারা উপস্থিত ছিলেন।

জমি সংক্রান্ত বিরোধের জেরে গাজীপুর বারের আইনজীবি ইব্রাহিম খলিলকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার আইনজীবীরা বিক্ষোভ সমাবেশ করে। কর্মসূচি পালনকালে কয়েক বিক্ষুব্ধ আইনজীবী গাজীপুর সদরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নির্মলেন্দু দাশের এজলাসে ও খাসকামরায় হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর এবং ফাইলপত্র তছনছ করে।এব্যাপারে গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি দেওয়ান মোহাম্মদ ইব্রাহিম জানান, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার জন্য আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এ ঘটনায় গাজীপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে তাকে আহ্বায়ক করা হয়েছে।

অপরদিকে, গাজীপুরের আদালত পরিদর্শক রবিউল ইসলাম জানান, আদালতের বিচারকের এজলাসে হামলার ঘটনা তদন্তে ঘটনার দিন বুধবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফজলে এলাহীকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সোলায়মান ও গাজীপুর বারের সভাপতি অ্যাডভোকেট দেওয়ান ইব্রাহীম। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।