দৈনিকবার্তা- ঢাকা, ১১ মার্চ: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার এবং সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদীয় গণতন্ত্রে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সকল ক্ষেত্রে নারীর সমান সুযোগ দিতে হবে। আর্থ-সামাজিক ও রাজনৈতিক সকল ক্ষেত্রে নারীর জন্য সমতাভিত্তিক সুযোগও নিশ্চিত করতে হবে।তিনি মঙ্গলবার লন্ডনের ওয়েস্ট মিনস্টারে হাউজ অব পার্লামেন্টে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্যানেল বক্তা হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন।স্পিকার বলেন, রাজনীতিতে নারী প্রতিনিধিত্ব বাড়াতে সংরক্ষিত ব্যবস্থা একটা সাময়িক আয়োজন। এটা নারী পুরুষ বৈষম্য নিরসনকল্পে একটি বিধান। যার মাধ্যমে নারীরা অধিকার সচেতন হয়ে রাজনীতিতে নিজেদের সম্পৃক্ত করতে পারে। তিনি বলেন, বাংলাদেশের সংবিধানে জাতীয় সংসদের ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত আছে। এছাড়াও নারীদের জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতার সুযোগ রয়েছে। সংরক্ষিত ব্যবস্থা নারীদের রাজনৈতিক ক্ষেত্রে কাজ করার সুযোগ প্রদানসহ ভবিষ্যতে নারী নেতৃত্ব বিকাশেও ভূমিকা রাখছে। নারী সংসদ সদস্যরা নারীর প্রতি সহিংসতা রোধ, জেন্ডার সমতা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করছে।
স্পিকার আরো বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় নারী প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা রয়েছে। একটি আদর্শ, ন্যায় ও সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে নারী-পুরুষের বৈষম্য দূরীকরণে নারী নেতৃত্বকে আরও বিকশিত করতে হবে। এক্ষেত্রে সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমসমূহ সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মাধ্যমে নারীর ক্ষমতায়নকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।অনুষ্ঠানে যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের স্পিকার জন বার্কো, যুক্তরাজ্যে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মোনা জুল, জ্যামাইকার হাইকমিশনার অ্যালূন এনদমবেট-আসাম্বা ও ব্রিটেনের সংসদ সদস্য ব্যারোনেস উইলিয়াম ক্রসবি অংশগ্রহণ করেন।স্কাই নিউজের পলিটিক্যাল করেসপন্ডেন্ট আনুশকা আস্থানা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হাউজ অব লর্ডসের স্পিকার ব্যারোনেস ডি’ সুজার সাথে ওয়েস্ট মিনস্টারের সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা কমনওয়েলথভূক্ত দেশসমূহের উন্নয়ন পরিকল্পনায় সংসদ সদস্যদের আরও কার্যকরি অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।