3220140413190423

দৈনিকবার্তা- ঢাকা, ১১ মার্চ: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তরম্নণ প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন৷তিনি বলেন, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসাবে গড়ে ওঠতে হলে তরুণ প্রজন্মকে নিজ দেশের ইতিহাস জানতে হবে৷বুধবার টিএসসি মিলনায়তনে ইতিহাস বিভাগের শিক্ষার্থীদের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন৷ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শরিফ উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান৷

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক উদার ও মানবিক মূল্যবোধ সম্পন্ন বিশ্বমানের নাগরিক হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সে লক্ষ্যে তাদের মানব সভ্যতার ইতিহাসসহ সকল বিষয়ের ইতিহাস জানতে হবে৷উপাচার্য মহান স্বাধীনতার মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷পরে উপাচার্য ইতিহাস বিভাগের মেধাবী শিৰার্থীদের হাতে বিভিন্ন এ্যাওয়ার্ড তুলে দেন৷ স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করায় ইতিহাস বিভাগের ৩জন শিৰার্থী ‘একাডেমিক রোল অব অনার এ্যাওয়ার্ড’ এবং খেলাধুলায় বিশেষ পারদর্শিতার জন্য ১জন শিক্ষার্থী এ্যাথলেটিক রোল অব অনার এ্যাওয়ার্ড’ অর্জন করে৷ এ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন- মো: দেলোয়ার হোসেন, শারমিন জাহান চৌধুরী, আজরিন আফরিন এবং আব্দুল মান্নান সরকার৷