দৈনিকবার্তা-ঢাকা,১১ মার্চ : ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বিরুদ্ধে সমন জারি করেছেন দিল্লির এক আদালত। মঙ্গলবার কয়লাখনি দুর্নীতির মামলায় তাঁর বিরুদ্ধে এ সমন জারি করা হয়।এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়,এ মামলায় মনমোহন সিংয়ের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, দুর্নীতি ও জনগণের সেবক হিসেবে বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। মনমোহন সিংসহ মোট ছয়জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। এদের মধ্যে আদিত্য বিড়লা গ্র“পের হিন্দালকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কুমার মঙ্গলম বিড়লা এবং সাবেক কয়লাসচিব পি সি পরখও রয়েছেন। তাঁদের সবাইকে আগামী ৮ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অ্যালুমিনিয়াম প্রস্তুতকারী কোম্পানি হিন্দালকো ওডিশা রাজ্যের কয়লাখনির তালাবিরা ব্লকের বরাদ্দের আবেদন জানালে প্রথমে তা বাতিল করে দেওয়া হয়। পরবর্তী সময় ২০০৫ সালে তাদের বেআইনিভাবে ওই ব্লকটি বরাদ্দ দেওয়া হয়। সে সময় কয়লা মন্ত্রণালয় মনমোহন সিংরেয়র সরাসরি নিয়ন্ত্রণে ছিল। কোলগেট কেলেঙ্কারি’ হিসেবে পরিচিত বিতর্কিত এ ঘটনায় মনমোহন সিংকে জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের ডিসেম্বরে আদালত নির্দেশ দেন। গত জানুয়ারি মাসে মনমোহন সিংকে জিজ্ঞাসাবাদ করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। এ মামলায় আজ আদালতে হাজিরের জন্য মনমোহনের বিরুদ্ধে সমন জারি করা হলো। ওই কয়লা ব্লকের কাজ হিন্দালকোকে পাইয়ে দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি, অপরাধমূলক ষড়যন্ত্র ও জনপ্রতিনিধি হিসাবে নেওয়া শপথ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে কংগ্রেস নেতা মনমোহনের বিরুদ্ধে, যিনি দশ বছর ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। সিবিআই অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ার কথা জানিয়ে জানুয়ারিতে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিলেও আদালত তা নাকচ করে নতুন করে তদন্তের আদেশ দেয়। ২০১৪ সালে ভারতের জাতীয় নির্বাচনে হারার আগ পর্যন্ত ১০ বছর ধরে ক্ষমতাসীন কংগ্রেস সরকারের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন। জানুয়ারিতে কয়লা খনি কেলেঙ্কারির বিষয়ে সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছিল।
২০০৫ সালে উড়িষ্যার তালাবিরা ব্লকের একটি কয়লা খনি অ্যালুমিনিয়াম কোম্পানি হিন্দালকোকে বরাদ্দ দেয়ার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। ওই সময় কয়লা মন্ত্রণালয় সরাসরি প্রধানমন্ত্রী মনমোহনের অধীনে ছিল। সূত্রগুলো জানিয়েছে, মনমোহন সিবিআই’কে বলেছিলেন, আমি অন্যদের পরামর্শের উপর নির্ভর করেছিলাম। আমি ফাইলে সই করলেও এতে কোনো সুপারিশ করিনি। হিন্দালকো, ৪০ বিলিয়ন ডলারের শিল্পগোষ্ঠী আদিত্য বিড়লা গ্র“পের একটি অংশ। অভিযোগ ওঠার পর কয়লা খনির জন্য তদ্বির করার কথা অস্বীকার করে কোম্পানিটি। পরে নিজেদের অবস্থান থেকে সরে এসে তারা অন্যায় কিছু করেনি বলে দাবি করে। ২০১২ সালে ভারতের জাতীয় অডিট প্রতিবেদনে কোল- গেট” নামে পরিচিত কয়লা খনি কেলেঙ্কারির বিষয়টি ফাঁস হয়। এতে দেখা যায়, তৎকালীন সরকার কোনো প্রতিযোগিতামূলক নিলাম ছাড়াই কয়লা খনির ব্লকগুলো কমমূল্যে বেসরকারি কোম্পানিগুলোর হাতে তুলে দিয়েছে।