দৈনিকবার্তা-গাজীপুর, ১১ মার্চ: গাজীপুর বারের এক আইনজীবীকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে৷আইনজীবীরা জানান, জমি সংক্রানত্ম বিরোধের জেরে গাজীপুর বারের আইনজীবি ইব্রাহিম খলিলের নামে জয়দেবপুর থানা একটি চাঁদাবাজি মামলা করে প্রতিপক্ষরা৷ পুলিশ বিনা তদনত্মে ওই মামলায় মঙ্গলবার রাতে তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে৷ এ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে গাজীপুর বারের আইনজীবিরা বিক্ষোভ মিছিলটি বের করে৷ মিছিলটি জেলা শহরের আদালত প্রাঙ্গন থেকে শুরম্ন হয়ে ভাওয়াল রাজবাড়ি সড়ক প্রদক্ষিণ শেষে ফের আদালত প্রাঙ্গন গিয়ে শেষ হয়৷
এসময় সেখানে প্রতিবাদ সমাবেশ করে আইনজীবিরা৷ সমাবেশে বক্তব্য রাখেন জিপি এ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল, পিপি এ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ, গাজীপুর আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট দেওয়ান মো: ইব্রাহিম ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মনির হোসেন, প্রাক্তন সভাপতি এ্যাডভোকেট আব্দুস সোবাহান, এ্যাডভোকেট শামছুল আলম প্রধান, এ্যাডভোকেট ড. শহীদুজ্জামান এবং প্রাক্তন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সিদ্দিকুর রহমান প্রমুখ৷ ৷জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল করিম রেজা আইনজীবিকে গ্রেফতারের ঘটনা স্বীকার করেছেন৷