kamrul-islam_124797

দৈনিকবার্তা- ঢাকা, ১১ মার্চ: মধ্যবর্তী নির্বাচনের নামে যেসব বুদ্ধিজীবী গণভোটের তত্ত্ব দিচ্ছেন তাদের বিরুদ্ধে সোচ্চার হতে জনগণের প্রতি আহবান জনিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম৷বুধবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিএনপি-জামায়াতের লাগাতর হরতাল-অবরোধের নামে দেশের নিরীহ মানুষকে পেট্রলবোমা মেরে হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন৷জোটের সহ-সভাপতি ও বিশিষ্ট অভিনেতা এটিএম শামসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও অগ্রণী ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার, জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক হাসিবুর রহমান মানিক প্রমূখ৷

খাদ্যমন্ত্রী বলেন, যেসব বুদ্ধিজীবী বৈঠক করেছেন তারা কেউই নিরপেক্ষ নন, ক্ষমতা ভাগাভাগি করতেই তারা সরকারকে তত্ত্ব দিচ্ছেন৷বিএনপি সব রাজনৈতিক কর্মসূচি ব্যর্থ হয়েছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, নিজ কার্যালয় েেথকে বের হলে খালেদা জিয়া এখন ২০ দলীয় জোটের নেতাকর্মীদের রোষের শিকার হবেন৷দুর্নীতি মামলায় বিএনপি নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ এখন সময়ের ব্যাপার বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা৷খাদ্যমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম এমপি বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা আমলে নেয়া সময়ের ব্যাপার মাত্র৷আইন তার নিজস্ব গতিতে চলবে উল্লেখ করে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যথাসময়েই উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে৷ কোন ধরনের ছাড় দেয়া হবে না৷দেশের কতিপয় সুশীল সমাজের সদস্যদের তীব্র সমালোচনা করে কামরুল ইসলাম বলেন, দেশে বিএনপি-জামায়াত যখন পেট্রলবোমা দিয়ে নিরীহ মানুষকে পুড়িয়ে মারছে তখন তারা নানা তত্ত্ব আবিষ্কার করছে৷