Asaduzzaman_Khan_pororastro

দৈনিকবার্তা-ঢাকা, ১০ মার্চ: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।দেশের বহুতল ভবনের ছাদ থেকে নাশকতা করা হলে ওই ভবনের মালিকদের জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আইন-শৃঙ্খলা ব্যবস্থা জোরদার করতে সরকারিভাবে রাজধানীজুড়ে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে রাজধানীর বহুতল ভবনগুলোতে সিসি ক্যামেরা বসানোর জন্য ভবন মালিকদের অনুরোধ জানিয়েছে সরকার। পাশাপাশি কোনো ভবন থেকে ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলে তার দায়ও ভবন মালিকদেরই নিতে হবে বলে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে ২৬ মার্চ ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নিরাপত্তা সভায় সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এসময় স্বরাষ্ট্র সচিব ড. মো. মোজাম্মেল হক খান উপস্থিত ছিলেন।সভায় পুলিশের মহাপরিদর্শকসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসাদুজ্জামান খান বলেন, এখন দেশের প্রায় সব বহুতল ভবনে নিরাপত্তারক্ষী রয়েছে। যদি ওই ভবনগুলোর ছাদ থেকে কোনো নাশকতা করা হয়, তবে ওই ভবনের নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করা হবে। ওই ভবনের মালিকদের জবাবদিহির আওতায় আনা হবে।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নাগরিকদের নিরাপত্তার জন্য আবাসিক এলাকাগুলো ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় আনতে সরকারকে পরামর্শ দেওয়া হবে। বহুতল ভবনগুলোতে যাতে ক্লোজড সার্কিট ক্যামেরার লাগানো হয়, ব্যাপারটি মালিকদের বিবেচনা করতে বলা হবে। ২৬ মার্চ উপলক্ষে বিশেষ নিরাপত্তা জারি করা হবে, এমনটা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় দিবসে বিশেষ মর্যাদাসম্পন্ন ব্যক্তি ও কূটনীতিকদের বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার পথের দুপাশের বহুতল ভবনের মালিকদের নাশকতার ব্যাপারে সতর্ক করা হবে।

বৈঠকের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সরকারিভাবেই পুরো রাজধানীতে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার আগে চলমান পরিস্থিতিতে রাজধানীর বহুতল ভবনে সিসি ক্যামেরা স্থাপনের জন্য ভবন মালিকদের অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, কোনো ভবন থেকে ককটেল বা বোমা নিক্ষেপ করলে তার দায় ভবন মালিক এড়াতে পারবেন না। বৈঠকে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। কারণ হিসেবে তিনি সম্প্রতি পল্টনে একটি ভবন থেকে ককটেল বিস্ফোরণের ঘটনার উদাহরণ টানেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অনেক টাকা দিয়ে বহুতল ভবন নির্মাণ করতে পারবেন, আর সিসি ক্যামেরা বসাবেন না, তা তো হতে পারে না। তাছাড়া নিরাপত্তারক্ষীদের নির্দেশনা দেবেন যাতে সন্দেহভাজন কেউ ভবনে প্রবেশ করতে না পারেন।

স্বধীনতা দিবস উদযাপনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন মানুষ যেন নিরাপদভাবে করতে পারে সে বিষয়ে আলোচনা করেছি।শান্তিপূর্ণভাবে স্বাধীনতা দিবস উদযাপনে বিএনপিসহ সব সংগঠনকে আহ্বান জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বিএনপিকে চলমান অবরোধ-হরতাল প্রত্যাহারেরও অনুরাধ জানান তিনি।

সাংবাদিকদেও প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো দল সাধারণ জনগণের বাইরে নয়। সবাই এদেশের মানুষ। সবাই শান্তিপূর্ণভাবে স্বাধীনতা দিবস উদযাপন করবেন। স্বাধীনতা দিবসে বিএনপি যেনো তাদের রাজনৈতিক কর্মসূচি বিরত রাখে।স্বাধীনতা দিবসে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বঙ্গভবন, জাতীয় স্টেডিয়ামসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সারাদেশের প্রশাসনকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।রাজধানীতে যেসব জায়গায় বেশি মানুষ সমাগম হয়, এমন জায়গায় মেডিকেল টিম, ওয়াসার বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস প্রস্তুত থাকবে, কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।