দৈনিকবার্তা-ঢাকা, ১০মার্চ: সহিংসতার বিরম্নদ্ধে ১০ দিনব্যাপী নাট্যোত্সব আগামী বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেশুরম্ন হচ্ছে৷সহিংসতার বিরুদ্ধে নাটক এই প্রতিপাদ্য নিয়ে ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট (আইটিআই), বাংলাদেশ কেন্দ্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এ নাট্যোত্সবের আয়োজন করছে৷ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ১২-২১ মার্চ পর্যনত্ম অনুষ্ঠিতব্য এ উত্সবের পৃষ্ঠপোষকতা করছে৷
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত থেকে ‘দ্বিতীয় ঢাকা আনত্মর্জাতিক থিয়েটার ফেস্টিভ্যাল’ শিরোনামে এই নাট্যোত্সব আগামী বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে উদ্বোধন করবেন৷ আইটিআআই-এর এক সংবাদ সম্মেলনে আজ একথা জানানো হয়৷সংবাদ সম্মেলনে বলা হয়, ১০দিনব্যাপী এই নাট্যোত্সবের মধ্যে থাকছে নাটক, নাটক বিষয়ক নাট্য সংলাপ, নাট্য কর্মশালা এবং বিশ্বখ্যাত নাট্যকারদের প্রতিকৃতি প্রদর্শনী ৷ এই নাট্যোত্সবে ভারতের দুটি, চীনের দুটি, লন্ডনের একটি এবং বাংলাদেশের ২৩টি নাট্যদলসহ ২৮টি নাট্যদল নাটক পরিবেশন করবে৷শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, এঙ্পেরিমেন্টাল হল এবং স্টুডিও থিয়েটার হলে ১৩ থেকে ২১ মার্চ পর্যনত্ম প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটকগুলো প্রদর্শিত হবে৷
আইটিআই-এর বিশ্ব সভাপতি এবং উত্সব কমিটির চেয়ারম্যান রামেন্দু মজুমদার বলেন, ২০১৩ এবং ২০১৪ সালে পরিবেশিত সেরা নাটকগুলো থেকে বাছাই করে এ উত্সবে মোট ২৮টি নাটক মঞ্চস’ করা হবে৷ প্রতি দুই বছর পরপর আইটিআই আনত্মর্জাতিক এই নাট্যোত্সব আয়োজন করবে৷
তিনি বলেন, নাটক ছাড়াও এই উত্সবে দুটি নাট্য সংলাপের আয়োজন করা হয়েছে৷ সহিংসার বিরম্নদ্ধে নাটক এবং ‘নাটক: শিল্পের প্রত্যুত্থান’ শিরোনামে নাট্য বিষয়ে দু’টি সংলাপ যথাক্রমে ২০ মার্চ সকাল সাড়ে ১০টা এবং বেলা আড়াইটায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে৷ এছাড়াও তিনটি পৃথক নাট্য কর্মশালারও আয়োজন করা হচ্ছে৷চলমান রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তাহীনতার মধ্যে দীর্ঘ নাট্য উত্সবের আয়োজনকে ‘সহিংসতার বিরম্নদ্ধে প্রতিবাদ’ বলে উলেস্নখ করেন আইটিআই-এর বাংলাদেশ সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ৷ বাসস’র সাথে আলাপকালে তিনি বলেন, চলমান অস্থিরতা ও সহিংসতার কারণে ব্যবসা-বাণিজ্য যেমন ক্ষতিগ্রসত্ম হচ্ছে, তেমনি ক্ষতিগ্রসত্ম হচ্ছে দেশের কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যত৷ তারা ভয়ে ঘর থেকে বেরম্নতে পারছেনা৷ স্কুলে যেতে পারছেনা৷ দেশের শিক্ষাক্ষেত্রেও ব্যাপক ৰতি হচ্ছে৷
তিনি বলেন, চলমান সহিংসতা, হরতাল, অবরোধকে প্রত্যাখ্যান করে দেশের মানুষ যত বেশি স্বাভাবিক কাজকর্ম করবে, ততই স্বাধীনতা বিরোধী-জঙ্গিবাদী চক্রের উত্থান প্রতিহত করা হবে৷
এ নাট্যোত্সব জুড়ে থাকছে এক বিরল প্রদর্শনী৷ উত্সব চলাকালে জাতীয় নাট্যশালার লবিতে খ্রীষ্টপূর্ব কাল থেকে বর্তমান সময় পর্যনত্ম বিশ্বখ্যাত ৭০ জন প্রয়াত নাট্যকারের প্রতিকৃতি প্রদর্শনী করা হবে৷ প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যনত্ম এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত৷উত্সব সংক্রানত্ম যেকোনো তথ্যের জন্য উত্সব কমিটির পরিচালক দেবপ্রসাদ দেবনাথ-এর উত্সবকালীন কার্যালয়, শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ৪র্থ তলায় যোগাযোগ করতে বলা হয়েছে৷ এছাড়াও গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহের সুবিধার্থে প্রদর্শনীর আগে টিকিট কাউন্টারে প্রেসকার্ড দেয়া হবে৷