myanmar-thereport24

দৈনিকবার্তা-ঢাকা, ১০মার্চ: নতুন শিক্ষা খসড়া আইনের প্রতিবাদে মিয়ানমারে ছাত্রদের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ৷ এসময় প্রায় একশজনকে আটক করা হয়৷ মঙ্গলবার লেতপাদান শহরে এ ঘটনা ঘটে৷ছাত্রদের দাবি , নতুন খসড়া শিক্ষা আইনে লেখাপড়ার স্বাধীনতা হরণ করা হয়েছে এবং সরকারের হাতে উচ্চশিক্ষা নিয়ন্ত্রণের ক্ষমতা কেন্দ্রীভূত করেছে৷ স্কুল পদ্ধতির বিকেন্দ্রীকরণ, জাতিগত সংখ্যালঘুদের ভাষায় শিক্ষাদান, এবং ইউনিয়ন করার অধিকার দাবিতে

শিক্ষার্থীরা জানুয়ারি থেকেই মান্দালয়ে বিক্ষোভ মিছিল শুরু করে৷ লেতপাদনে তাদেরকে এক সপ্তাহেরও বেশি সময় ধরে আটকে রাখে পুলিশ৷ মিছিল নিয়ে এগুতে না দেয়ার জন্য যানবাহন এবং কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেয়া হয় রাস্তা৷

মঙ্গলবার প্রায় ২শ ছাত্র ও তাদের সমর্থকরা প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে৷ বিক্ষোভকারীরা মান্দালায়ের কেন্দ্রীয় শহর থেকে পদযাত্রা করে মিয়ানমারের বানিজ্যিক শহর ইয়াগুন পর্যন্ত যেতে চেয্ে#২৪৯২;ছিল৷ লেতপাদন এলাকায় পৌছালে পুলিশ তাদের বাঁধা দেয়৷ এসময় ছাত্ররা পুলিশের বাধা ভেঙে বেরিয়ে যেতে চাইলে কাঁটাতারের বেড়ায় অনেকের হাত-পা কেটে যায়, অনেকে সংজ্ঞা হারিয়ে ফেলে৷ এসময় পুলিশ গুলি ছুঁড়লে শিক্ষার্থীরা একটি বৌদ্ধ মন্দিরে আশ্রয় নেয়৷ এসময় কয়েকজন ছাত্রকে পুলিশ টেনে-হিঁচয়ে ট্রাকে তুলে নিয়ে যায়৷হানি উ নামে এক বিক্ষোভকারী বার্তা সংস্থা এপিকে বলেন, অনেককে পেটানো হয়েছে এবং ছাত্রীসহ অনেককে আটক করা হয়েছে৷