বিদ্যুৎ ভবনে টেন্ডার নিয়ে ছাত্রলীগ-যুবলীগ গোলাগুলি

দৈনিকবার্তা-ঢাকা, ১০মার্চ : সচিবালয়ের পাশে অবস্থিত বিদ্যুৎ ভবনে টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের দু গ্র“পের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। রাজধানীর শাহবাগ থানাধীন নবাব আব্দুল গণি রোডে অবস্থিত বিদ্যুৎ বিভাগের কার্যালয় বিদ্যুৎ ভবনে টেন্ডার নিয়ে মারামারি ও গুলির ঘটনা ঘটে। এ সময় বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. কায়কাউসের গাড়িতে একটি গুলি আঘাত হানে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগের সূত্র। এছাড়া মারামারিতে আহত হন মামুন নামের এক যুবক।মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে।আহত নাম আল-মামুনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তবে এসব ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে বিদ্যৎ ভবনে টেন্ডার দাখিলকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের দু গ্র“পের মধ্যে সংঘর্ষ বেধে যায়। টেন্ডার জমাদানে বাধা দেয়ায় গোলাগুলির ঘটনা ঘটে। এসময় একজন অতিরিক্ত সচিব ও প্রকল্প কর্মকর্তার গাড়িতে গুলি লাগলে কাচ ভেঙে যায়।প্রকাশ্য দিবালোকে প্রশাসনের কেন্দ্র বিন্দু সচিবালয়ের পার্শ্বে গোলাগুলির ঘটনা ঘটলেও পুলিশ ছিল নীরব দর্শক। এমনকি গোয়েন্দা সংস্থার লোকজনকেও দর্শকের ভুমিকায় আশপাশে অবস্থান করতে দেখা গেছে। এ সময়ে সচিবালয়ের পরিবহন পুলের সামনে ২ টি এবং সচিবালয়ের ৫ নম্বর গেটের সামনে একটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। গোলাগুলির ঘটনায় কোন ততপরতা দেখা না গেলেও ককটেল বিস্ফোরনের পর ঘটনাস্থলেঅর্ধশতাধিক পুলিশ দৌড়ে আসে।সাংবাদিকরা ছবি তুলতে শুরু করলে গোয়েন্দা সংস্থার লোকজনের ততপরতা হঠাত করে বেড়ে যায়।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল বিস্ফোরনের সময় ১০/১২জন পুলিশ সদস্য সচিবালয়ে ফুটপাতের র‌্যালিংয়ের ওপর বসেছিল। ক্যাডাররা পুলিশের সামনে দিয়ে গেলেও কাউকে গ্রেফতার করা হয়নি। এব্যাপারে শাহবাগ থানার ওসি জানান, বিদ্যুত ভবনে দু গ্রুপের মধ্যে টেন্ডার নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে বলে তিনি জানান। বিদ্যুৎ কার্যালয়ের একটি সূত্র জানায়,মঙ্গলবার ছিলো ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) অধীনে তেজগাঁও সাব স্টেশন ও মাদারটেক সাব স্টেশনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণের ৪২ লাখ ও ৩১ লাখ টাকার দু’টি টেন্ডার ড্রপের শেষ দিন।তানভীর গ্র“প ও তালুকদার কনস্ট্রাকশনের দু’টি এবং মাহবুব আলম কনস্ট্রাকশনের একটি টেন্ডার ড্রপের পর মদীনা গ্র“পের পক্ষে টেন্ডার ড্রপের সময় মারামারি বেধে যায় দুই পক্ষের মধ্যে।

এ সময় ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত পার্কিয়ের সিঁড়ির কাছে ছোঁড়া একটি গুলি পার্কিংয়ে থাকা বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ড. আহমেদ কায়কাউসের গাড়িতে লাগে। এছাড়া মারামারিতে আহত হয় মামুন (৩০) নামের এক যুবক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ডিপিডিসির প্রধান প্রকৌশলী দিলীপ কুমার সেন জানান, তিনি গুলির কথা শুনেছেন তবে তাদের অফিসে কোনো গোলাগুলি হয়নি। উল্লেখ্য, ডিপিডিসির অফিস বিদ্যুৎ ভবনের তৃতীয় তলায় অবস্থিত। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. সাইদুল বলেন, বিদ্যুৎ অফিসে টেন্ডারবাজিকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে।