untitled-2_121483

দৈনিকবার্তা-ঢাকা, ১০মার্চ: পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইসলামাবাদের একটি আদালত৷ লাল মসজিদের ইমাম গাজী আবদুর রাশিদ হত্যা মামলায় মঙ্গলবার তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করা হয়৷

লাল মসজিদ মামলার শুনানি ছিল মঙ্গলবার৷ এসময় মোশাররফের আইনজীবী আগামী ২ এপ্রিল পর্যন্ত মামলার শুনানি স্থগিতের আবেদন করেন৷ ইসলামাবাদের অতিরিক্ত সেশন জজ ওয়াজিদ আলি খান তা নাকচ করে দিয়ে মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন৷ একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির তারিখ ২ এপ্রিল ধাযর্্য করা হয়েছে৷

লাল মসজিদ মামলার কার্যক্রম বর্তমানে পাকিস্তানের সুপ্রিম কোর্টে অপেক্ষমাণ তালিকায় রয়েছে৷ এর মধ্যে বিচারক কীভাবে এমন আদেশ দিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন মোশাররফের আইনজীবী৷

প্রসঙ্গত, ২০০৭ সালে পাকিস্তানি সেনাবাহিনী লাল মসজিদে হামলা চালায়৷ ওই সময় গাজী আবদুর রাশিদসহ শতাধিক মানুষ নিহত হয়৷ ২০১৩ সালে রাশিদ ও তার স্ত্রীকে হত্যার অভিযোগে মোশররফকে আসামি করে মামলা দায়ের করা হয়৷