6_67550

দৈনিকবার্তা-ঢাকা, ১০মার্চ: আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে পরাজিত করে বাংলাদেশ প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ায় রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে ক্রিকেট ভক্তরা ৷নেচে গেয়ে, রং মেখে আর আনন্দ মিছিলের মধ্য দিয়ে মঙ্গলবার ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের অবিস্মরণীয় বিজয় উদযাপন করছে গোটা রাজধানীবাসী৷বাংলাদেশ দলের এই বিশাল জয়ে রাজনীতিবিদ, শিক্ষাবিদ ছাত্র, ব্যবসায়ী, ক্রীড়া ব্যক্তিত্ব, সাংস্কৃতিক কর্মীসহ সমাজের সর্বসত্মরের মানুষ টাইগার বাহিনীকে জানিয়েছেন হৃদয়ের উষ্ণ অভিনন্দন৷ সোমবার ইংল্যান্ডকে ১৫ রানে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে ওঠায় বিজয় মিছিলের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিও হরতাল কমূসূচি ১২ ঘন্টা প্রত্যাহার করে সারা দেশে বিজয় মিছিল করার ঘোষণা দেয়৷ ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথমবারের মতো নকআউট পর্বে যাওয়া উপলক্ষে টিএসসিতে মঙ্গলবার ছিল বিজয় মিছিল৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে আসা খণ্ড খণ্ড বিজয় মিছিল এসে মধুর ক্যানটিনে এক হয়৷ দুপুর পৌনে ১২টার দিকে মধুর ক্যানটিন থেকে একটি বড় শোভাযাত্রা শুরু হয়ে তা ক্যাম্পাস প্রদক্ষিণ করে টিএসসিতে এসে মিলিত হয়৷

মিছিলে সবার মাথায় ছিল বা বাংলাদেশ’ লেখা সাদা রঙের ব্যান্ড, কপালে ও কাঁধে বাংলাদেশের পতাকা আর মুখে ছিল স্লোগান, বাংলাদেশ, বাংলাদেশ৷ টিএসসিতে বেলা সোয়া একটা পর্যন্ত চলে সাউন্ড সিস্টেমে গান বাজিয়ে নাচ আর রং মাখামাখির খেলা৷ তবে বাংলা গানের সঙ্গে ছিল হিন্দি গানও৷ ছিল ঢোলের বাদ্যে নাচ ও সেলফি তোলার উত্‍সব৷ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মো. হাবিবুর রহমান কাল সারা রাত ঘুমাতে পারেননি৷ আজকের বিজয় উত্‍সবে আসবেন, অথচ তাঁর কাছে বাংলাদেশ দলের জার্সি ছিল না৷ এই দুঃখে রাতে ঘুম হয়নি৷ ভোরে পরিচিত এক দোকানিকে ফোন দিয়ে এনে দোকান খুলে কিনে নেন বাংলাদেশের জার্সি৷ সে জার্সি পরেই এসেছেন বিজয় উত্‍সবে৷ তিনি বলেন, ‘াংলাদেশের য়ে ভেতরে যে কী অবস্থা, ভাষায় প্রকাশ করতে পারছি না৷বদরুন্নেসা কলেজ থেকে ক্লাস শেষ করেই তড়িঘড়ি করে চলে এসেছেন রোকেয়া সুলতানা ও ফারজানা আকতার৷ কালকে টেলিভিশনে জেনেছেন আজকের এ বিজয় উত্‍সবের কথা৷ এসেছেন আনন্দ দেখতে, আনন্দ করতে৷ তবে তাঁর খারাপ লেগেছে হিন্দি গানের সঙ্গে নাচাটা৷ তিনি বলেন, বাংলা গান হলে ভালো হতো৷

শুধু বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থীরাই নন, এ বিজয় উত্‍সবে এসেছেন আরও অনেকেই৷ শিশুপুত্র ও পরিবারকে সঙ্গে নিয়ে পরিবাগ থেকে এসেছেন মো. সিজার৷ উত্‍সবে এসে কিছুটা নস্টালজিক হয়ে পড়েছেন বিশ্ববিদ্যালয় জীবনে ঠিক এর কম মজা করা তানজিন আকতার৷ তিনি বলেন, ‘৯৭ সালে বাংলাদেশ যেবার আইসিসি ট্রফি জিতেছিল, তখন এমন মজা করেছিলাম, আজকে আবার করলাম৷

ছিল পতাকা বিক্রির ধুম৷ মো. রোকন শেখ সকাল থেকে প্রায় দুই থেকে তিন হাজার টাকার পতাকা বিক্রি করেছেন৷ পেশায় সবজি ব্যবসায়ী হলেও বাংলাদেশের খেলার সময় বনে যান পুরোদস্তুর পতাকা ব্যবসায়ী৷ দেশের যে প্রান্তেই বাংলাদেশের খেলা থাকে, সেখানেই চলে যান পতাকা নিয়ে৷ যে যেভাবে, যে বেশে পেরেছেন, সেজে এসেছেন৷ কমলাপুর থেকে মো. দীন ইসলাম ও আশরাফুজ্জামান এনাম এসেছেন কুমিরের পোশাক পরে৷ বাঘ সাজার মতো কিছু ছিল না৷ হাতের কাছে কুমিরের পোশাক ছিল, সেটা দিয়ে সেজে চলে এসেছেন এনাম৷ এভাবেই যেন প্রকৃতি, মানুষ আর উত্‍সবের সব রং আজ কিছু সময়ের জন্য এক হয়েছিল টিএসসিতে৷আর এ আহ্বান সাড়া দিয়ে মঙ্গলবার দিনভর রাজধানীর রাজপথে উচছ্বাস প্রকাশ করেছে সর্বসত্মরের মানুষ৷ যথারীতি এর মূল কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি৷ নেচে- গেয়ে, বাংলাদেশ বাংলাদেশ ধ্বনিতে মুখরিত গোটা ক্যাম্পাস৷ একই সঙ্গে ‘চার ছক্কা হই হই, বল গড়াইয়া গেল কই’ গানটি গাইতে গাইতে নেচে গেয়ে আনন্দ মিছিল করে মিছিলে অংশ নেওয়া সবাই৷ একে অপরকে রং মাখামাখিও বাদ ছিলো না৷ এভাবে আনন্দমুখর হয়ে ওঠে পুরে টিএসসি এলাকা৷ এ সময়ে সবার মাথায় ছিলো জাতীয় পতাকা, শাবাশ বাংলাদেশ সংবলিত ব্যান্ড৷ এসময় আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে৷ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জমান সোহাগের নেতৃত্বে মিছিলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সহ সভাপতি জয়দেব নন্দি, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত, দপ্তর সম্পাদক শেখ রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোলস্না প্রমুখ বক্তব্য রাখেন৷

এদিকে, বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন আনন্দ মিছিল করেছে৷ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের বড় জয়ে সাংবাদিকদের বিজয় মিছিলে বাধা দিয়েছে পুলিশ৷ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শওকত মাহমুদ ও সম্মিলিতি পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর নেতৃত্বে এ মিছিলে অংশ নিয়েছিলেন বিএনপিপন্থি সাংবাদিকরা৷মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের মূল ফটক থেকে মিছিলটি হাইকোর্টের রাস্তার দিকে যাওয়ার সময় পুলিশ তাদের বাধা দেয়৷ পুলিশি বাধার মুখে মিছিলটি ৫ মিনিট রাস্তাতেই অবস্থান নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন নেতারা৷মিছিল থেকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে বাংলাদশে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে শ্লোগান দেয়া হয়৷সাংবাদিক ছাড়াও এসময় উপস্থতি ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা আসাদুজ্জামান জাহিদ, এবিএম মোশাররফসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা৷

বিশ্বকাপ ক্রিকেটের অ খেলায় ইংল্যান্ডকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে যাওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল সদস্যসহ সংশি৷লষ্ট সকলকে এবং দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ৷ এক বিবৃতিতে নেতৃবৃন্দ বাংলাদেশ দলের সফলতা কামনা করেন৷ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১২ টার দিকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের নেতৃত্বে আনন্দ মিছিল বের করে ঢাকা মহানগর আওয়ামী লীগ৷এ সময়ে মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা জি এম আতিক, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন, নগর আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন৷

এর আগে সকাল ১০টা থেকে বিভিন্ন সংগঠন জাতীয় পতাকা ও ব্যানার হাতে আনন্দ মিছিল নিয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে আসতে থাকে৷ মিছিল থেকে ‘জিতিলোরে জিতিলো, বাংলাদেশ জিতিলো’, ‘বিজয়ের এই দিনে মুজিব তোমায় মনে পড়ে’সহ হরতাল-অবরোধবিরোধী স্লোগান দিতে থাকে৷এদিকে জাতীয় শ্রমিকলীগ সভাপতি শুক্কুর মাহমুদের নেতৃত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের করা হয়৷ মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদৰিন শেষে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়৷

টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রিকেট একাডেমী যৌথভাবে বিজয় মিছিলের আয়োজন করে৷ আজ দুপুরে জেলা ষ্টেডিয়াম থেকে বিজয় মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে৷ জেলা ক্রীড়া সংস’ার সাধারণ সম্পাদক এ হাসান ফিরোজ, সহসভাপতি মাহমুদ তারেক পুলু, হারুন অর রশীদ, সহসাধারণ সম্পাদক মির্জা মইনুল হোসেন লিন্টুসহ ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা মিছিলে অংশ নেন৷ এছাড়া সোমবার খেলা শেষে জেলার ক্রিকেট ভক্তরা আনন্দ উলস্নাস করে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে একত্রিত হয়৷ পরে সেখানে আতশবাজী ও মিষ্টি মুখ করে৷হবিগঞ্জ সংবাদদাতা জানান,হবিগঞ্জ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে যাওয়ায় হবিগঞ্জে বিজয় মিছিল করেছে খেলোয়াড় ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথর্ীরা৷ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দুপুরে জালাল স্টেডিয়াম থেকে বিজয় মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে৷ মিছিলে অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, অ্যাডভোকেট সুলতান মাহমুদসহ বিভিন্ন ক্লাবের খেলোয়াড় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথর্ীরা অংশগ্রহণ করেন৷

বগুড়া সংবাদদাতা বলেন, বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটের কোয়াটর্ার ফাইনালে উন্নীত হওয়ায় বগুড়ায় আনন্দ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ৷আজ বেলা ১২ টায় আনন্দ মিছিল বগুড়া শহরের প্রধান সড়কগুলো প্রদৰিণ করে৷ জাতীয় ও দলীয় পতাকা নিয়ে নেতাকমর্ীরা মিছিলে অংশগ্রহন করে৷ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে শহর যুবলীগের সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মনের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়৷

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়৷ সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা আলহাজ শেখ, শুভাশীষ পোদ্দার লিটন, মাইসুল তোফায়েল কোয়েল, ইয়াছিন শেখ, সাজেদুর রহমান সিজু, ফজলে রাবি্ব মিথুন, রাজিবুল ইসলাম রাজন, শরিফুল ইসলাম শিপুল, মতিন আলী প্রাং, আনন্দ কুমার দাস, রম্নবেল প্রমুখ৷

খুলনা সংবাদদাতা জানান, বিশ্বকাপ ক্রিকেটে বিজয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে খুলনায় আনন্দ মিছিল করেছে ২০ দলীয় জোট৷ বিশালাকৃতির জাতীয় পতাকা উত্তোলন করে, ব্যানার ফেস্টুন নিয়ে, বর্ণিল সাজে সজ্জিত হয়ে, ব্যান্ড পার্টি সহযোগে বাদ্য বাজনা বাজিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদিৰণ করেছে মিছিলটি৷ বেলা ১১ টায় নগরীর কে ডি ঘোষ রোডে বিএনপি অফিসের সামনে জমায়েত হয়ে মিছিল বের হয়৷ এরপর পিকচার প্যালেস মোড়, ডাকবাংলো, ফেরীঘাট মোড় ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়৷ এখানে সংক্ষিপ্ত সমাবেশে ২০ দলীয় জোট সংগ্রাম কমিটির আহবায়ক ও খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরম্নল ইসলাম মঞ্জু তা বক্তব্যে বিজয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানান এবং আগামীতে দেশপ্রেমের মন্ত্রে উদ্বুদ্ধ ও উজ্জীবীত হয়ে সেরা ফলাফল অর্জন করবে বলে দৃঢ় আমাবাদ ব্যক্ত করেন৷ তিনি বলেন, ক্রিকেট দলের বিজয়ের আনন্দে দেশবাসী যেমন উদ্বেলিত, সেই সাথে তাদের মনে গভীর হতাশা ও বেদনাবোধও রয়েছে৷ বহু ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র আজ ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিবাদী শাসকের লোভের বলি হয়ে মৃতু্যর প্রহর গুনছে৷ সারা দেশটাই আজ কারাগারে পরিণত হয়েছে৷ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত শানত্মিপূর্ণ আন্দোলন কর্মসূচিকে পেটোয়া ঘাতক বাহিনী লেলিয়ে দিয়ে কঠোরভাবে দমন করতে চায়৷ ক্রিকেটের বিজয়ে আজ সারদিন হরতাল শিথিল করা হয়েছিল৷ সন্ধ্যা ৬টা থেকে পুনরায় হরতাল শুরম্ন হবে এবং শুক্রবার ভোর ৬টা পর্যনত্ম চলবে৷ এই হরতাল সফল করার জন্য তিনি নগরবাসীর প্রতি উদাত্ত আহবান জানান৷ সেই সাথে নেতাকর্মীদেরকে রাজপথে অবস্থান নিয়ে হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করার অনুরোধ জানানো হয়৷ বিজয় মিছিলে অংশ নেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মাস্টার শফিকুল আলম, বিএনপি নেতা সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, শেখ মোশারফ হোসেন, এ্যাড. এস আর ফারুক, ফখরুল আলম, জাগপা সভাপতি সালাউদ্দিন মিঠু, খেলাফত মজলিস নেতা মাওলানা আলী আহমেদ, বিএনপি নেতা এ্যাড. ফজলে হালিম লিটন, জামায়াত নেতা এ্যাড. জাহাঙ্গীর হোসাইন হেলাল, বিএনপি নেতা রেহানা ইসা, শাহজালাল বাবলু, মনিরম্নজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, আসাদুজ্জামান মুরাদ, সিরাজুল হক নান্নু, এস এম আরিফুর রহমান মিঠু, শের আলম সান্টু, আজিজুল হাসান দুলু, মুজিবর রহমান, ইকবাল হোসেন খোকন, হাসিবুল হক বাবলা, সাদিকুর রহমান সবুজ, জালু মিয়া, ইউসুফ হারম্নন মজনু, সাজ্জাদ আহসান পরাগ প্রমুখ৷

আইসিসি ওয়ার্ডকাপে বাংলাদেশ ক্রিকেট দল ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে ওঠায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে নগরীতে আনন্দ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগরী শাখা৷ এঙ্গলবার নগরীর সদর সোনাডাঙ্গা ও দৌলতপুরে পৃথক পৃথক মিছিল বের হয়৷ সকাল দশটায় নগরীর সোনাডাঙ্গায় মহানগরী ছাত্রশিবির নেতা আবুল কাশেমের নেতৃত্বে মিছিলে অংশনেন আসলাম হোসেন, আব্দুল্লাহ আল ফারুখ, সাইফুল্লাহ আল মাসুদ, মুজাহিদুল আলম, সাইফুল ইসলাম প্রমুখ৷ দুপুর বারো টায় নগরীর ডাকবাংলোয় আনন্দ মিছিল বের করে সদর অঞ্চলের নেতা-কর্মীরা৷ থানা সভাপতি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন, জামায়াত সেক্রেটারি মুসত্মাফিজুর রহমান, রাফসান জানি, রহমাত উলস্নাহ প্রমুখ৷ অপরদিকে দুপুরে দৌলতপুরে মিছিল বের করা হয়

এদিকে, লাল ও সবুজ রঙের পোশাক পরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ সহ ১৪ দলের নেতৃবৃন্দ৷ এছাড়া নানা সংগঠনের নেতৃবৃন্দ,শিৰাথর্ী ও ক্রিকেট অনুরাগীরা পৃথক পৃথক আনন্দ মিছিল করেছে৷ এসময় তারা বাংলাদেশ ,বাংলাদেশ, জয়বাংলা ৷ জয় বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাও,আমরা আছি তোমার সাথে এমন শেস্নাগান দিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক মুখরিত করে তোলে৷আওয়ামীলীগ নেতা আইনজীবী মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে একটি বিজয় মিছিল প্রধান সড়ক প্রদৰিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়৷এসময় সদর থানা আওয়ামীলীগের একটি ইউনিট অ্যাডভোকেট সাইফুল ইসলামের নেতৃত্বেও একটি বিজয় মিছিল করে৷অন্যদিকে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর উপাচার্য ড.মুহাম্মদ আলমগীর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসার ড.ফায়েকুজ্জামান আইসিসি বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডকে পরাজিত করে বাংলাদেশ প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ায় ক্রিকেট দলকে অভিনন্দন জানান৷

ভোলা প্রতিনিধি:বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিপৰে বাংলাদেশর জয়ের ফলে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে খেলার সাফল্যের আন্দনে পৃথক দু’টি বিজয় মিছিল করেছে ভোলা জেলা আ’লীগ ও বিএনপি’র নেতা কমর্ীরা৷ মঙ্গলবার সকাল সাড়ে ১১টা ও সাড়ে ১২ টার দিকে জেলা আ’লীগ ও বিএনপির কার্যালয় থেকে পৃথক দু’টি মিছিল বের করা হয়৷ মিছিল শহরের প্রদান প্রদান সড়ক প্রদৰিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়৷ মিছিলে অংশগ্রহণ কারীরা বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানান এবং বিজয়ের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশা ব্যাক্ত করেন ৷

যশোর : ইংলিশদের (ইংল্যান্ড) কাঁদিয়ে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাওয়ায় ক্রিকেট প্রেমিদের ঢল নেমেছে যশোর শহরে৷ ক্রিকেট বিশ্বে প্রথমবারের মতো বাংলাদেশ দল শেষ আটে পৌঁছানোর আনন্দে জাতীয় পতাকা, আবির জাতীয় রঙ, পটকা বাজি আর ঢোল-তবলা নিয়ে মাঠে নেমে পড়েন ক্রিকেটপ্রেমিরা৷ বাংলাদেশের বিজয় হওয়ার পর মুহূর্তের মধ্যে শহরের দড়াটানায় কয়েক শ’ মোটরসাইকেল র্যালি, পিকআপ ভ্যানে চড়ে মিছিল করতে থাকেন টাইগার সমর্থকরা৷ এ সময় শিশু ও যুবকদের পাশাপাশি সব শ্রেণি-পেশার মানুষ আনন্দ-উল্লাসে একাকার হয়ে যায়৷ টাইগার সমর্থকদের উল্লাসকে যানজট মুক্ত করতে বিপুল সংখ্যক ট্রাফিক পুলিশ চারদিক ঘিরে অন্য রাসত্মা দিয়ে গাড়ি-রিকশা-ভ্যান-ইজিবাইক চলাচলে সুযোগ করে দেয়৷সরেজমিনে শহরের দড়াটানায় দেখা গেছে, ‘বাংলাদেশের বিজয়ের ছোট শিশুরাও আনন্দও উলস্নাস থেকে থাকেনি৷ তারা মানুষের মাথার ওপর ডিগবাজি দিয়েছে৷ কেউবা বাঁশের গেটের ওপরে লাল সবুজের পতাকা নিয়ে দড়াটানায় আগত ভক্তদের হাতছানি দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন৷ আবার কেউ কেউ বিভিন্ন ধরনের রঙ আর পটকাবাজি ফুটিয়ে প্রকম্পিত করে তুলেছে গোটা শহর৷

দড়াটানায় উল্লাসে মেতে ওঠা যশোর সরকারি এমএম কলেজের ছাত্র আরিফ বিল্লাহ বলেন, ‘বাংলাদেশ দলের সমর্থকরা রম্নবেল হোসেনের কাছে আজ কৃতজ্ঞ’৷ তার মতে, রুবেল সত্যিই পৃথিবীর বুকে বাংলাদেশকে টাইগার হিসেবে দাঁড় করিয়েছে৷শহরের স্টেডিয়াম পাড়ার রফিকুল ইসলাম বলেন, খেলার শেষভাগে উত্তেজনাপূর্ণ মুহূর্তে তামিম ইকবালের হাত ফসকে ক্যাচ মিস হলে টাইগার সমর্থকরা বেশ হতাশ হয়েছিল৷ অনেক সমর্থক বিজয়ের আশা ছেড়েই দিয়েছিল, কিন্তু রম্নবেল সেই বিজয়ের স্বাদ এনে দিয়েছেন৷ গাইবান্ধায় ২০ দলীয় ঐক্যজোটের আনন্দ মিছিলে পুলিশি বাধাবাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানাতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্যজোট গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এক আনন্দ মিছিল জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় পুলিশি বাধায় বেশি দুর যেতে পারে না৷ টাইগার বাংলাদেশ তথা টাইগার বাহিনীকে কোয়াটার ফাইনালে উঠায় এবং ইংল্যান্ডকে হারানোয় ২০ দলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়৷

গোপালগঞ্জ প্রতিনিধি ঃ বিশ্বকাপ ক্রিকেটে পরাশক্তি ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠায় সারা দেশের মত গোপালগঞ্জে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে৷ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথর্ীরা ও ছাত্রলীগ এ মিছিল করে৷মঙ্গলবার সকালে জেলা শহরের আনন্দ মিছিল বের করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথর্ীরা৷ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে৷ সোমবার সন্ধ্যায় সরকারী বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ ক্যাম্পাস থেকে একটি আনন্দ মিছিল বের করে জেলা ছাত্রলীগের নেতাকমর্ীরা৷ মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়৷ পরে সেখানে পথ সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমুখ৷ এসময় বক্তরা কাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে আগামী ম্যাচ গুলোতে বাংলাদেশের জয়েরধারা অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করে৷

ঝিনাইদহ: বিশ্বকাপে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ায় ঝিনাইদহে বিজয় মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি৷ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের কেপি বসু সড়কের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় মিছিলটি বের হয়৷ জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে বাংলাদেশের পৰে বিভিন্ন সস্নোগান দেন নেতাকর্মীরা৷ মিছিলটি শহরের গীতাঞ্জলি সড়ক প্রদক্ষিণ করে চাকলাপাড়া বাসস্ট্যা-ে গিয়ে শেষ হয়৷ পরে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এম এ মজিদের সভাপতিত্বে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা৷ সমাবেশ থেকে বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের শুভ কামনা করেন নেতাকর্মীরা৷

ঝিনাইদহ:বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে ওঠায় ঝিনাইদহে বিজয় মিছিল করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা৷মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে একটি বিজয় মিছিল বের করে ঝিনাইদহ সরকারি বালিকা বিদ্যালয়ের শিৰার্থীরা৷ ঠাক-ঢোল পিটিয়ে মিছিলে বিদ্যালয়ের দেড় হাজার শিৰার্থী অংশ নেয়৷ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদৰিণ করে বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়৷ এছাড়া ঝিনাইদহ সরকারি কেসি কলেজ, সরকারি বালক বিদ্যালয় ও কাঞ্চননগর মডেল হাইস্কুলের শিক্ষার্থীরাও শহরে বিজয় মিছিল করেছে৷

খাগড়াছড়ি :ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌছে গেল লাল-সবুজের বাংলাদেশ ৷ স্বপ্ন-পুরনের ইতিহাসেও জায়গা করে নিল টাইগাররা ৷ টাইগারদের এই জয়ে পুরো দেশের সংগে মেতেছিল খাগড়াছড়িও ৷আকাশ উড়ছে বিজয় নিশান ৷ মুখে টাইগারদের জয়গান বাংলাদেশ, বাংলাদেশ, বাংলদেশ শ্লোগানে মুখরিত ৷ জাতীয় পতাকা নিয়ে রাস্তায় নেশে মিছিলে মিছিলে আনন্দ-উল্লাস মেতে উঠেছেন তারা ৷ সোমবার(০৯মার্চ) বিকেলে শহরের শাপলা চত্বর মোড়ে সরেজমিনে এ চিত্র দেখা যায় ৷ ক্রিকেটপ্রেমীরা এসে ভিড় করে শহরে কেন্দ্র বিন্দু এখানে ৷ সন্দ্ধ্যা ৭টার দিকে বের করা হয় মোটরসাইকেল, বাইসাইকেল ও চাদের গাড়ি নিয়ে জমকালো এক শোভাযাত্রা ৷ এতে অংশ নেয় শতশত ক্রিকেটপ্রেমী ৷

তাদের হাতে ও মাথায় বাধানো বাংলাদেশের পতাকা আর মুখে বাংালদেশ বাংলাদেশ শ্লোগান ৷ সংগে পথচারী ও অন্যরাও হাত নেড়ে মিছিলকারীদের স্বাগত জানাচ্ছে ৷ রাজপথ, অলি-গলিতে জনতার চিত্‍কার করা শ্লোগান ৷ সেই সংগে পার্টি ষপ্রে ছড়িয়ে একে অপরে আনন্দ ভাগাভাগি করে ৷ছেলে-বুড়ো সকল বয়সে শ্লোগানে মুখর ছিল রাজপথ ৷ ঘন্টা খানেকের জন্য গুরুত্বপুর্ন প্রধান প্রধান সড়কটি যানজতে পরিনত হয় ৷ জেলা শহর বাজারে ব্যবসায়ীরাও দোকানের সার্টার ফেলে রাস্তায় নেমে পড়েন ৷ অনেকে বের করেন পৃথক পৃথক বিচ্ছিন্নভাবে মোটর সাইকেল শোভাযাত্রা

নীলফামারী নীলফামারীর জলঢাকায় বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ায় আনন্দ উল্লাসে মিছিল করেছে সকল শ্রেনীর মানুষ ৷ সোমবার বিকালে উত্তেজনা পুর্ন খেলার শেষমুহুর্তে ইংলেন্ডের দশম ব্যাটসম্যান জেমি আন্ডারসন কে বাংলাদেশের পেসার রুবেল হোসেন বোল্ড করার সাথে সাথে বিজয় অর্জন হয়৷ ১৫রানের এ বিজয়ে জলঢাকার সকল শ্রেনীর মানুষকে রাস্তায় নামিয়ে আনে৷ তাইতো তারা আনন্দ প্রকাশ করার জন্য বিভিন্ন শ্লোগান দিয়ে জলঢাকার প্রধান প্রধান সড়ক মুখরিত করে৷

সিলেট: ক্রিকেটের মতো বিএনপি গণতন্ত্রেরও বিজয় চায় বলে জানিয়েছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট সামছুজ্জামান জামান৷মঙ্গলবার বিকেলে সিলেট নগরীতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আনন্দ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি৷

জামান বলেন, ‘নগনের আন্দোলন সফলতার দিকে এগিয়ে যাচ্ছে৷ ক্ষমতালোভী হাসিনা এখন পালাবার পথ খুঁজছেন৷ বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের জয়ে দেশবাসী আজ আনন্দিত৷তিনি আরো বলেন, ইনশাআল্লাহ অচিরেই এদেশ থেকে স্বৈরাচার হঠিয়ে জনগণ গণতন্ত্রের বিজয় নিশ্চিত করবে৷ সেদিন হবে দেশবাসীর মহাআনন্দ৷ সে দিন আর বেশি দূরে নয়৷বিএনপি নেতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আজমল হোসেন রায়াহানের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম-আহ্বায়ক লিটন কুমার দাশ নান্টুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাকির হুসেন, যুগ্ম আহ্বায়ক মওদুদুল হক মওদুদ, বিএনপি স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা আলতাফ হোসেন বিলাল, রুজেল আহমদ, দীপক রায়, আব্দুল হান্নান, রায়হাদ বঙ্ রাক্কু, সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, রুহেল আহমদ, মাহবুব হুসাইন মিলন, আমিনুল ইসলাম সাজু, আব্দুল কাইয়ূম প্রমুখ৷