দৈনিকবার্তা-ঢাকা, ১০মার্চ: মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল সেরিনায় সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান অঙ্ফ্যাম-এর যৌথ আয়োজনে গ্লোবাল ক্রাফ্ট’ বা ক্যাপাসিটি ফর রিসার্চ অ্যান্ড অ্যাডভোকেসি ফর ফেয়ার ট্যাঙ্শেন’ শীর্ষক তিন দিন ব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনের সভা অনুষ্ঠিত হয়৷ প্রথম দিনের অনুষ্ঠানটি তিন ভাগে বিভক্ত ছিল৷ যার প্রথম পর্বটি ছিল উদ্ভোধনী ও পরিচিতি পর্ব৷ পরবর্তীতে দুইটি ধাপে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ অঙ্ফ্যাম বাংলাদেশের দেশীয় পরিচালক স্নেহাল ভি সনেজি’র সভাপতিত্বে এবং অঙ্ফ্যামের পলিসি ও ক্যাম্পেইন অফিসার জনাব ধন রঞ্জন ত্রিপুরার সঞ্চালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জনাব এম এ মান্নান এমপি৷ সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সুপ্র চেয়ারপারসন জনাব আহমেদ স্বপন মাহমুদ ৷ এছাড়া সভায় নেদারল্যান্ড, ফ্্রান্স, ঘানা, জিম্বাবুয়ে, সেনেগাল, নাইজেরিয়া, কেনিয়া, উগান্ডা, মিশর, মালি, বুরম্নন্ডি, নাইজার, মরক্কো, চেক প্রজাতন্ত্র এবং পাকিসত্মান সহ প্রায় ২৫টি দেশের প্রতিনিধিরা অংশ নেন৷ সভায় বক্তারা বলেন, দেশের শতভাগ উন্নয়ন নিশ্চিত করতে হলে অবশ্যই আইনগতভাবে করের বিষয়ে সর্বত্র জনসচেতনতা তৈরি করতে হবে৷ জবাবদিহিতার মাধ্যমে দুর্নীতিরোধ করতে হবে৷
প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, উন্নয়নকামী দেশের জন্য সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন৷ কারণ, ইতিহাসে আমরা নানাভাবে ঠকে এসেছি৷ এর জন্য আমরা কোনো বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাই না৷ করের বিষয়ে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য নানা আইন-কানুন করা হয়েছে বাধা তৈরির উদ্দেশ্যে নয়৷ বরং চলার পথ আরও মসৃণ করার জন্য৷ তিনি আরও বলেন মূল্য সংযোজন কর (মূসক) আদায় করার জন্য আমরা আরও জোরদার ব্যবস্থা নিচ্ছি৷’সুপ্র’র চেয়ারপার্সন আহমেদ স্বপন মাহমুদ বলেন, করের বিষয়ে সবারই সচেতন হওয়া উচিত৷ দেশে বেসরকারিখাতে জবাবদিহিতার ব্যবস্থা যথেষ্ট দুর্বল৷ মাল্টিন্যাশনাল কোম্পানীগুলো ঠিকমতো কর দিচ্ছে না৷ বেসরকারি বেশিরভাগ প্রতিষ্ঠানেই পরিবেশ ও মানবাধিকার মানা হচ্ছে না৷ এসব অধিকার নিশ্চিত করা সম্ভব না হলে উন্নয়ন করা সম্ভব হবে না বলেও মনত্মব্য করেন তিনি৷
উদ্ভোধনী অনুষ্ঠান শেষে মধ্যহ্ন বিরতীর পূর্বে ও পরে পর্যায়ক্রমে ‘ট্যাঙ্ ইনসেনটিভস এন্ড এঙ্মেশন, ডাবল ট্যাঙ্শেন এগ্রিমেন্টস’ ও ‘ফিন্যান্সিং ফর ডেভলোপমেন্ট’-এর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ যেখানে প্রথম পর্বে উগান্ডার জনাব মেরিয়ন নেলি বুজিঙ্গের সভাপতিত্বে এবং সুপ্র পরিচালক জনাব এলিসন সুব্রত বাড়ৈ’র সঞ্চালনায় অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মাননীয় সংসদ সদস্য জনাব নাজমুল হক প্রধান এমপি, এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ, সিপিডি’র রিসার্চ ফেলো জনাব তৌফিক খান প্রমুখ৷ এছাড়া দ্বিতীয় পর্বে সুপ্র নির্বাহী পরিষদের সদস্য জনাব আবদুল আউয়ালের সঞ্চালনায় অংশগ্রহণ করেন জনাব উইলফার্ড শিকুলা, গ্রম্নপ ডিরেক্টর, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ; জনাব কেএএম মোর্শেদ, সহকারি কান্ট্রি ডিরেক্টর, পলিসি ইনোভেশন এন্ড কমিউনিকেশন, ইউএনডিপি, বাংলাদেশ এবং জনাব কোলাওলে বানো, নাইজেরিয়া প্রমুখ৷
সভায় আরও অংশগ্রহণ করেন ট্যাঙ্ জাষ্টিস নেটওয়ার্ক আফ্রিকার প্রোগ্রাম ম্যানেজার জনাব স্যান্ড্রা কিডউইংগ্রা, সুপ্র’র কোষাধ্যৰ জনাব মজিবুর রহমান, সুপ্র’র নির্বাহী পরিষদ সদস্য জনাব আবদুল আউয়াল, জনাব এম এ কাদের, জাতীয় পরিষদ সদস্য জনাব মঞ্জু রাণী প্রামাণিক, জনাব ললিত সি. চাকমা, জনাব শামীমা আক্তার মুনমুন, অঙ্ফ্যামের কান্ট্রি ডিরেক্টর জনাব স্নেহাল ভি সুনেজি, অঙ্ফ্যাম নভিবের প্রোগ্রাম ম্যানেজার জনাব কনর মলয়, নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ইলেক্ট্রনিঙ্, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ এবং সুপ্র ও অঙ্ফ্যামের কর্মীবৃন্দ৷