Thakurgaon Senua-pic=1

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ১০ মার্চ: একটি নরবড়ে বেইলি ব্রিজের উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ৫টি ইউনিয়নের ২ লক্ষাধিক মানুষ চলাচল করছে। কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এই ব্রিজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করলেও সে “সাবধানবাণী” কাজে আসছে না। ঠাকুরগাঁও শহরের উত্তর দিকে অবস্থিত সেনুয়া নদী। এ নদীর উপর নির্মিত বেইল ব্রীজ দিয়ে সদর উপজেলার আকচা, রাজাগাঁও, বড়গাঁও, দেবীপুর, রাধানগর এলাকার বাসিন্দারা ঠাকুরগাঁও শহরে যাতায়াত করে। এছাড়াও পাটিয়াডাঙ্গী ও ফাড়াবাড়ী হাটে মালামাল নিয়ে হাটুরেরা যাতায়াত করে। শহরের রিভারলিউ উচ্চ বিদ্যালয়, সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী ব্রীজের উপর দিয়ে যাতায়াত করে। সদর উপজেলার উত্তরের ৫টি ইউনিয়নের ২ লাখ মানুষের চলাচলের একমাত্র ব্রীজ এটি। প্রায় ২০/২৫ বছর আগে মানুষ বাঁশের সাঁকো দিয়ে ও বর্ষায় নৌকায় নদী পার হতো।

পরবর্তীতে সদক ও জনপদ বিভাগ বেইলী ব্রীজ নির্মাণ করে। পরে বেইলি ব্রীজসহ রাস্তাটি স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে কাছে হস্তান্তর করা হয়। কিন্তু এলজিইডি দীর্ঘ দিনেও ব্রীজটি মেরামত করেনি। এখন ব্রীজটি জরাজীর্ণ হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এর লোহারপাত মরিচা ধরে পাতলা হয়ে গেছে ও ফাঁকা ফাঁকা হয়ে গেছে। ব্রীজে যানবাহন উঠলে ব্রীজটি দুলতে থাকে। স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ জানান, এই বেইলি ব্রীজের স্থলে নতুন একটি ব্রীজ নির্মানের প্রস্তাব উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হলেও তা অনুমোদন হয়নি।