Gazipur-(1)- 10 March 2015-Murder & Money Hijack-1

দৈনিকবার্তা-গাজীপুর, ১০ মার্চ: গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মঙ্গলবার এক বিকাশ কর্মী নিহত হয়েছে। এসময় ছিনতাইকারীরা ওই বিকাশ কর্মীর কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছে বলে দাবী করেছে সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটর। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ দু’ব্যবসায়ীকে আটক করেছে। নিহতের নাম মো. রবিন সরকার (২২)। সে টাঙ্গাইলের মধুপুর থানার আউশনারা গ্রামের মোডের বাজার এলাকার রজব আলী (খোকা) সরকারের ছেলে। রবিন সরকার গাজীপুর জেলার বিকাশ ডিস্ট্রিবিউটর ‘কানেক্ট ডিস্ট্রিবিউশন’-এর সেলস অফিসার।

এলাকাবাসি ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় বিভিন্ন বিকাশ এজেন্টেদের কাছে থেকে বিকাশের টাকা সংগ্রহ করে মঙ্গলবার দুপুরে গাজীপুর জেলা শহরের উত্তর ছায়াবিথী জোরপুকুরপাড় এলাকার অফিসে ফিরছিল বিকাশের সেলস অফিসার রবিন। ব্যাগে টাকা নিয়ে ফেরার পথে দুপুর দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্থানীয় ফখর উদ্দিন কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় মোটরসাইকেল আরোহী ক’ছিনতাইকারীরা তার পথরোধ করে এবং টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে রবিন তাদের বাধা দেয়। এসময় ছিনতাইকারীরা রবিনের পেটে ছুরিকাঘাত করে তার হাত থেকে টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটর সাইকেল যোগে ভোগড়া বাইপাসের পথে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আহত রবিনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বোর্ডবাজারের তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এসময় পুলিশ এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় দু’ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো- গাজীপুর মহানগরের হায়দরাবাদ এলাকার আব্দুল বারেকের ছেলে মো. ইমান আলী (৩৫) ও একই এলাকার আব্দুল বারেকের ছেলে মনির হোসেন (১৭)। বিকালে এ রিপোর্ট লিখা পর্যন্ত পুলিশ ছিনতাইকারী বা ছিনতাইকৃত টাকা উদ্ধার করতে পারে নি।

Gazipur-(1)- 10 March 2015-Murder & Money Hijack-3‘কানেক্ট ডিস্ট্রিবিউশন’-এর মালিক মো. এরশাদ জাহান ক্ষোভ প্রকাশ করে বলেন, মঙ্গলবার ছিনতাইকারীরা সেলস অফিসার রবিনকে খুন করে প্রায় ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ নিয়ে গত ছয় মাসে তাদের চারবার টাকা ছিনতাই ও চুরি হয়েছে। গত অক্টোবরে জোড়পুকুর পাড়ের অফিসের গ্রীল ও ভল্টের তালা ভেঙ্গে ৮০লাখ টাকা চুরি হয়েছে, গত জানুয়ারিতে কোনাবাড়ি এলাকায় ছিনতাইকারীরা তাদের এক সেলস অফিসারকে গুলি করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়, ফেব্রুয়ারিতে গাজীপুর সিটির চান্দনা-চৌরাস্তা থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ছিনতাইকারীরা তাদের অপর সেলস অফিসারকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে ওই কর্মকর্তার কাছ থেকে বিকাশের প্রায় সাড়ে ১১লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাকে খুন করে কালিয়াকৈরের পাশের নন্দন পার্কের পেছনে লাশ ফেলে রেখে গেছে। এসব ঘটনায় মামলা হলেও কোন অগ্রগতি নেই, অদ্যবধি কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। গতমাসে রবিন সরকারকে ডিস্ট্রিবিউশন ‘সেলস অফিসার’ পদে চাকুরি দেয়া হয়।

জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল করিম রেজা ছিনতাই ও খুনের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের বাম পেটে ছুরিকাঘাতের বড় চিহ্ন রয়েছে। এঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তিনটি দল অভিযান চালাচ্ছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে ছিনতাইকারীরা প্রায় পৌণে দু’লাখ টাকা নিয়ে গেছে। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।