19.+Plane

দৈনিকবার্তা-ঢাকা, ০৯ মার্চ:  সৌরচালিত বিমানে করে পৃথিবী প্রদক্ষিণের নতুন রেকর্ড সৃষ্টির একটি উদ্যোগ আবুধাবি থেকে শুরু হয়েছে৷সোমবার সকাল ৭টা ১২ মিনিটে সোলার ইমপালস-২ নামের বিমানটি আবুধাবির আমিরাত বিমানবন্দর থেকে ওমানের রাজধানী মাস্কাটের দিকে যাত্রা শুরু করে বলে বিবিসি জানিয়েছে৷আগামী পাঁচমাসে বিমানটি সারা বিশ্ব প্রদক্ষিণের পথে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যেতে প্রশান্ত ও আটলান্টিক মহাসাগর পাড়ি দেবে৷ এক আসনের সোলার ইমপালস-২ পরিচালনা করছেন সুইস পাইলট আন্দ্রে বর্শ্চবার্গ৷ পথে আরেক সুইস পাইলট বার্টান্ড পিকার্ড বিমানটির দায়িত্ব নেবেন৷ভ্রমণপথে বিমানটি বিশ্বের বেশ কয়েকটি এলাকায় থামবে৷ এ সময় বিমানটি রক্ষণাবেক্ষণ তদারকি করা হবে ও পাইলট বিশ্রাম নেবেন৷ ভ্রমণ পথে বিমানটি দুষণবিহীন প্রযুক্তির প্রচারণা চালাবে৷ উড্ডয়নের আগে বর্শ্চবার্গ বিবিসিকে বলেন, আমাদের অত্যন্ত বিশেষ ধরনের এ উড়োজাহাজটির বিষয়ে আমি আস্থাশীল৷ এটি আমাদের নিয়ে বড় মহাসাগরগুলো পাড়ি দিতে পারবে৷

মহাসাগরগুলো পাড়ি দেয়ার জন্য আমাদের টানা পাঁচদিন-পাঁচরাত বিমানটি চালাতে হবে৷ এটি একটি চ্যালেঞ্জ হবে৷ আগামী দুই মাস আমাদের হাতে আছে৷ চীন যাওয়ার পথে আমরা প্রশিক্ষণ নিয়ে নিজেদের প্রস্তুত করতে পারবো, বলেছেন তিনি৷প্রথমপর্বে ওমান যাওয়ার পথে ৪০০ কিলোমিটার অতিক্রম করতে ১২ ঘন্টার মতো সময় লাগবে৷ আগের বিমান সোলার ইমপালস-১ থেকে সোলার ইমপালস-২ আকারে অনেকটা বড়৷ নতুন এই মডেলটির পাখার বিস্তার ৭২ মিটার, যা ৭৪৭ জাম্বো জেটের পাখার বিস্তার থেকে বেশি প্রশস্ত৷ ইমপালস-২ এর ভর দুই দশমিক তিন টন৷ কম ভরের কারণে ইমপালস-২’র সাফল্য বিঘি্নত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷