Rocket_attack_kills_30_in_Ukraine_76047

দৈনিকবার্তা-ঢাকা, ০৯ মার্চ:  সিরিয়ায় একটি তেল পরিশোধনাগারে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর হামলায় কমপক্ষে ৩০জন নিহত হয়েছে৷রোববার উত্তরাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর তেল আবায়েদ এ হামলার ঘটনা ঘটে৷ লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দাবি এরা সবাই ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধা ও তেল শোধনাগারের কর্মি৷সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের পরিচালক রামি আবদেল রহমান জানান, তুর্কি সীমান্তের কাছে তেল আবায়েদ শহরের উত্তর-পূর্বে অবস্থিত তেল শোধনাগারে রবিবার মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশ জোট৷ এতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে৷ নিহতরা সবাই আইএস যোদ্ধা ও তেল শোধনাগারের কর্মি৷এ ব্যাপারে মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর বাহিনীর মুখপাত্র সরাসরি কোন মন্তব্য না করে বলেন, যখন মার্কিন নেতৃত্বাধীন যৌথবাহিনীর হামলায় কোন বেসামরিক লোক হতাহতের অভিযোগ ওঠে , তখন এ দাবিসহ এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট যে কোন পরিস্থিতির জন্য তদন্ত কমিটি গঠন করা হয়৷