দৈনিকবার্তা-ঢাকা, ০৯ মার্চ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির সঙ্গে সেমাবার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত বেনওয়া পিয়ের লাঘামে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। তারা সাক্সাতকালে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় বৈদেশিক অর্থায়নে বাস্তবায়নাধীন এবং গৃহীত প্রকল্পসমূহ নিয়ে আলোচনা করেন।এ সময় মন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে সড়ক অবকাঠামো উন্নয়নে প্রস্তাবিত এক বা একাধিক প্রকল্পে কানাডা সরকারের অর্থায়নের প্রস্তাব করেন।
এ সময় রাষ্ট্রদূত জানান, কানাডা সরকার পিপিপি ভিত্তিক বিনিয়োগে আগ্রহী। বাংলাদেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে কানাডা সরকারের আগ্রহের কথাও তিনি ব্যক্ত করেন।মন্ত্রী দু’দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।তারা আশা প্রকাশ করেন, অর্থনীতির সম্ভাবনাময় খাতসমূহের উন্নয়নে দু’দেশের অব্যাহত অংশীদারিত্ব ভবিষ্যতে আরও বেগবান হবে।