দৈনিকবার্তা-বেনাপোল, ৯ মার্চ: টানা অবরোধ আর হরতালের কারণে বেনাপোল কাস্টমস হাউসে চলতি অর্থ বছরে গত ২ মাসে ৫৫ কোটি ৬৫ লাখ টাকার রাজস্ব আয় কম হয়েছে। চলতি অর্থ বছরের গত ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আয় ৬২ কোটি টাকা উদ্বৃত ছিল। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ আর দফায় দফায় হরতালের কারণে এই অর্থ বছরে গত দু’মাসে বেনাপোল কাস্টমস হাউসে লক্ষ্য মাত্রার চেয়ে ৫৫ কোটি ৬৫ লাখ টাকা কম রাজস্ব আদায় হওয়ায় সেই উদ্বৃত শূন্যের কোঠায় যেতে বসেছে।
কাস্টমস সূত্রে জানা যায়, চলতি অর্থবছরের জুলাইয়ে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১৯৩ কোটি ৭২ লাখ টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ১৯৪ কোটি ২৭ লাখ টাকা। আগস্টে ১৯৭ কোটি ৮০ লাখ টাকার বিপরীতে আদায় হয়েছে ২০১ কোটি ৮৫ লাখ টাকা। সেপ্টেম্বরে ২২৭ কোটি ৬১ লাখ টাকার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২৩৬ কোটি ৮১ লাখ টাকা। অক্টোবরে ১৬৫ কোটি ৭৪ লাখ টাকার বিপরীতে রাজস্ব আসে ১৬৪ কোটি ৪৬ লাখ টাকা। নভেম্বরে ১৬৭ কোটি ৬৬ লাখ টাকার বিপরীতে রাজস্ব আদায় হয় ২১৫ কোটি ৭৩ লাখ টাকা। ডিসেম্বরে ১৯৭ কোটি ৮৮ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ১৯০ কোটি ৭৭ লাখ টাকা এবং জানুয়ারী (২০১৫) মাসে ১৯৭ কোটি ২১ লাখ টাকার বিপরীতে আদায় হয়েছে ১৭২ কোটি ৮৬ লাখ টাকা। ফেব্রুয়ারী মাসে ২১৭ কোটি ৭৭ লাখ টাকার বিপরীতে আদায় হয়েছে ১৮৬ কোটি ৪৭ লাখ টাকা। এই দু’মাসে ৫৫ কোটি ৬৫ লাখ টাকা রাজস্ব আয় কম হয়েছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ মফিজুর রহমান সজন বলেন, লাগাতার অবরোধ আর দফায় দফায় হরতালের কারণে গেল মাসে বেনাপোল কাস্টমস হাউস রাজস্ব আদায়ে লক্ষ্য পূরণ করতে পারিনি। অবরোধ-হরতাল কেটে গেলে বন্দর রাজস্ব আদায়ে আবার স্বাভাবিক হয়ে আসবে। তবে বন্দরের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি দীর্ঘদিনের দাবিকৃত ক্লিয়ারিং হাউস চালু হলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কয়েকগুণ বাড়বে। তিনি আরো বলেন, রাসায়নিক পরীক্ষা ও আমদানিকৃত পণ্যের ওপর কাস্টমস কর্তৃপক্ষ অতিরিক্ত লোড না চাপালে রাজস্ব আদায় বাড়বে কয়েকগুণ। সবার আন্তরিকতা থাকলে আমদানি-রফতানি কার্যক্রমের গতিশীলতা যেমন বাড়বে তেমনি সরকারের রাজস্ব আদায়ও বেড়ে যাবে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান জানান, এ বন্দর দিয়ে কাঁচা ফলমুল আমদানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সীমান্তে চোরাচালান বন্ধ, বেনাপোল স্থলবন্দরের নানা বিড়ম্বনা, অনৈতিক সুযোগ গ্রহণ, ইক্যুইপমেন্ট সমস্যা, চুরিরোধসহ সুযোগ-সুবিধা বাড়লে আমদানি-রফতানির পরিমাণ বৃদ্ধির সাথে সাথে বাড়বে রাজস্ব আদায়ও।বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম-কমিশনার মোঃ আতিকুর রহমান জানান, দেশের অবরোধ-হরতাল অব্যাহত থাকলে আগামীতে রাজস্ব আদায়ে বড় ধরনের ধস নামবে। আর যদি বর্তমান সমস্যা দ্রুত কেটে যায় তাহলে রাজস্ব আদায় আবার গতিশীলতা ফিরে পাবে।