দৈনিকবার্তা-ঢাকা, ০৯ মার্চ: প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে যারা অপহরণ করতে চেয়েছিল, তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিতসেনগুপ্ত এমপি৷সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত চলমান রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন৷সুরঞ্জিতসেনগুপ্ত আরো বলেন,গণতন্ত্রের মূলমন্ত্রই হলো আইনের শাসন প্রতিষ্ঠা৷এ ষড়যন্ত্রের হাইকমান্ডের বিচার না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে না৷ সজীব ওয়াজেদ জয়কে তিনি ডিজিটাল বাংলাদেশের রুপকার বলেও উল্লেখ করেন৷সরকারকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ওয়ারেন্ট কার্যকর করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত৷তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন- আদালতের আদেশ কার্যকর না করাটাও আইনের প্রতি অবজ্ঞার শামিল৷
আদালত বারবার খালেদা জিয়ার বিরুদ্ধে ওয়ারেন্ট ইসু্য করছে৷ অথচ সরকার তা কার্যকর করছে না ৷বিএনপি চেয়ারপারসন আইনের প্রতি অশ্রদ্ধা করেছেন এমন অভিযোগ করে তিনি বলেন- আমরা আশা করি খালেদা জিয়া আইনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবেন৷ তিনি (খালেদা জিয়া) আইন-আদালত মানেন না৷ নিজেকে আইনের ঊধের্্ব মনে করে আদালতে হাজির না হয়ে অমার্জনীয় অপরাধ করেছেন দিনের পর দিন৷সর্বশেষে তিনি সরকার ও বিরোধী পক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিন৷ সর্বোচ্চ আদালতের আদেশ সবাইকে পালন করতে হবে৷অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নৌকা সমর্থক গোষ্ঠীর সভাপতি ডক্টর ইমদাদুল হকসহ সংগঠনটির অন্যান্য নেতা কর্মীরা৷