tuku5-300x180

দৈনিকবার্তা-ঢাকা, ০৯ মার্চ:  বেগম খালেদা জিয়া সংসদে থাকলেও মানুষ হত্যার নিদের্শ দিতেন, এখন ও মানুষ হত্যার নিদের্শ দিয়েই চলেছেন বলে মন্তব্য করেছেন, সাবেক স্বরাষ্ট্রপ্রতি মন্ত্রী শামসুল হক টুকু । রাষ্ট্রের বিরুদ্ধে নাশকতাকারীদের সঙ্গে কোনো ধরনের আপোষ হবে না বলেও জানান তিনি। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত হরতাল অবরোধে মানুষ হত্যার প্রতিবাদ সামাবেশে তিনি এ মন্তব্য করেন। টুকু বলেন, খালেদা হারতাল অবরোধের নামে মানুষ হত্যা করছে, তিনি আন্দোলনের নামে নাশকতা সহিংসতা পরিচালনা করেছে। তার আন্দোলনে জনগণের কোন স্বার্থ নেই।

খালেদা জিয়াকে উদ্দেশ্যে তিনি বলেন, আন্দোলনের নামে সহিংস নাশকতা ও মানুষ হত্যার রাজনীতি বন্ধ করুন তা না হলে বাংলার জনগণকে সাথে নিয়ে আপনাকে প্রতিহত করে দেশ থেকে আপনাকে উৎখাত করে শেখ হাসিনা নেতৃত্বে সোনার বাংলা গড়ে তুলবো । হরতাল-অবরোধের নামে পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে ২০ দলীয় জোট বাংলাদেশের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে বলে অভিযোগ করেন শামসুল হক টুকু ।

তিনি বলেন, হরতাল-অবরোধের নামে পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে ২০ দলীয় জোট বাংলাদেশের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে। এই আন্দোলন কোনো সরকারে বিরুদ্ধে নয়, কোনো নেত্রীর বিরুদ্ধে নয়, এটা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে। সংগঠনের সধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, হাজী মো: সেলিম এমপি, বলরাম পোদ্দার, হাসিবুর রহমান মানিক, আব্দুল হাই কানু প্রমুখ।