timthumb

দৈনিকবার্তা-নীলফামারী, ০৯ মার্চ: নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার নিতাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নের পিএসসি ও জেএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পুরস্কৃত করা হয়েছে। রবিবার সন্ধ্যায় এ উপলক্ষে নিতাই ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম শাহীনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিরোধী দলীয় হুইপ ও নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শওকত চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন, কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান, কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, বাহাগিলি ইউপি চেয়ারম্যান আতাউর রহমান শাহ্ধসঢ়;। অনুষ্ঠানে পিএসসি ও জেএসসি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেয় রুবা আক্তার ও রোকেয়া আক্তার। শিক্ষকদের মধ্যে বক্তব্য বলেন রউফুল ইসলাম প্রধান শিক্ষক, শরিফুল ইসলাম প্রধান শিক্ষক ও আমিনুর রহমান বীর মুক্তিযোদ্ধা। আলোচনা শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পরে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।