দৈনিকবার্তা-ঢাকা, ০৯ মার্চ: গত ০৮/০৩/১৫ তারিখ অবসরপ্রাপ্ত কর কমিশনার আবু তাহের এর বাসায় ডাকাতি ও তার হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-মূল পরিকল্পনা ও বাস্তবায়নকারী মোঃ নাছির (২৯) এবং প্রধান সহযোগী মোঃ রাসেল তালুকদার ওরফে রাসেল (২২)।গত ০১/০৩/১৫ খ্রিঃ দিবাগত ভোর রাত ০৩.০০টায় অবসরপ্রাপ্ত কর কমিশনার মোঃ আবু তাহেরের পূর্ব রামপুরার টিভি রোড আবাসিক এলাকায় অবস্থিত বাসায় দূর্ধষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা জানলার গ্রিল কেটে ভিতরে ঢুকে তাহের দম্পতিকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। ডাকাতির সময় তারা অবসরপ্রাপ্ত কর কমিশনার মোঃ আবু তাহেরকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে এবং তার স্ত্রীর হাত, পা ও চোখ বেঁধে রাখে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ নাছির নিহত (অবঃ) কর কমিশনার আবু তাহেরের বাসায় ড্রাইভার হিসাবে কর্মরত ছিল। সে দীর্ঘ ০৯ মাস চাকুরী করার পর গত ২০শে জানুয়ারী হরতাল/অবরোধে গাড়ী চালাতে পারবে না বলে তার মালিক (অবঃ) কর কমিশনার আবু তাহেরকে জানায়। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামী নাছির চাকুরী করবেনা জানিয়ে বাসা থেকে চলে যায়। পরবর্তীকালে সে মোবাইল ফোনে তার বেতনের টাকা চাইলে কর কমিশনার তাকে বাসায় এসে চেক নিয়ে যেতে বলেন। চেকের মাধ্যমে বেতন নিতে সে অস্বীকার করে এবং এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসামী নাছির ক্ষিপ্ত হয়ে কর কমিশনার আবু তাহেরের উপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে।এদিকে নাছিরের চাকরি চলে যাওয়াতে সে বেকার হয়ে যায়। এরই মধ্যে তার সাথে পরিচয় হয় আরেক ডাকাত আমির হোসেনের সঙ্গে। নাছির, আমিরের সহায়তা নিয়ে মোঃ রাসেল, রুস্তুম, সোহেল, নূর আলম, সুজন, মাসুম এই ০৮ জনকে সংগঠিত করে। তারা অবসরপ্রাপ্ত কর কমিশনার আবু তাহেরের বাসায় ডাকাতি করার জন্য প্রস্তুতি নিতে থাকে।
গত ০১/০৩/২০১৫ তারিখ দিবাগত রাত ০৩.০০ টায় ডাকাতরা দোতলার জানালার গ্রীল ভেংগে ভিতরে প্রবেশ করে এবং সরাসরি আবু তাহের ও তার স্ত্রীর রুমে টোকা দেয়। আবু তাহেরের স্ত্রী দরজা খোলার সাথে সাথে ডাকাতরা ভিতরে প্রবেশ করে এবং দম্পতিকে জিম্মি করে ফেলে। তারা ঘুমন্ত আবু তাহেরের গলা চেপে ধরে ও মাথায় আঘাত করে এবং স্কচ ট্যাপ দিয়ে হাত-মুখ বেঁধে ফেলে। অতঃপর তার স্ত্রীর জোরপূর্বক সহায়তা নিয়ে স্টিলের আলমারীর ড্রয়ারের ভিতর হতে নগদ ৪৫,০০০ টাকা, ১২ ভরি স্বর্ণালংকার ও ০৩ টি স্যামসাং মোবাইল ফোন হস্তগত করে। ডাকাতি শেষে মৃত্যু নিশ্চিত করার জন্য ভিকটিমের ডান হাতের কব্জির এবং বাম পায়ের হাটুর রগ কেটে দেয়। কর কমিশনার এর স্ত্রীর হাত-পা ও মুখ স্কচ টেপ দিয়ে বেঁধে তার কাছ থেকে চাবি নিয়ে দরজা ও গেট খুলে লুন্ঠিত মালামালসহ ডাকাতরা চলে যায়। পরবর্তীকালে ভিকটিম অবসরপ্রাপ্ত কর কমিশনার আবু তাহের মারা যান।মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম-কমিশনার মোঃ মনিরুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম এবং উপ-কমিশনার (গোয়েন্দা-পূর্ব) মোঃ জাহাঙ্গীর হোসেন মাতুব্বর, বিপিএম, পিপিএম এর সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার খোন্দকার নুরুন্নবী সাহেবের নেতৃত্বে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ ইকবাল হোছাইন,পিপিএম, খিলগাঁও জোনাল টিম এবং উক্ত টিমের অফিসার ও ফোর্স আসামীদের গ্রেফতার করেন।