shajahan

দৈনিকবার্তা-মাদারীপুর, ০৮ মার্চ: চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে বন্ধু রাষ্ট্রের কূটনীতিকদের দেয়া প্রস্তাবের ব্যাপারে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান রবিবার সকাল ১১টার দিকে মাদারীপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাংবাদিক ইয়াকুব খান শিশিরের অণুগল্প ‘হুক’ এবং ‘গলে পড়ে বরফ সময়’ নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলেছেন, সংবিধান উপেক্ষা করে কূটনীতিকদের কথায় দেশ পরিচালিত হবে না।বরং মুক্তিযুদ্ধের চেনতায় দেশের মানুষই সিদ্ধান্ত নিবে দেশ পরিচালনার।

নৌমন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশের মানুষ, যারা মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছে। ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়ে স্বাধীন করেছে। সেই দেশে বিদেশীদের পর্রামশে রাষ্ট্র পরিচালনা করা বা এদেশে মানুষের মতামতকে উপেক্ষা করে। এটা কোন ক্রমেই হবে না। আমাদের সমস্যা আমরাই সমাধান করবো। সেই সাথে সন্ত্রাসকে মোকাবেলা করেই আমরা এগিয়ে যাবো।’ মন্ত্রী এ সময় বিএনপির টানা অবরোধ আর হরতালের তীব্র সমালোচনা করেন। অলিউল আহসান কাজলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদ প্রশাসক মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।