gopalganj_928150860.jpg (JPEG Image, 400 × 220 pixels) - Mozilla Firefox

দৈনিকবার্তা-গোপালগঞ্জ, ০৮ মার্চ: গোপালগঞ্জে জমি-জমা বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আজ রোববার দুপুরে সদর উপজেলার নিজরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, জানায়, জমি-জমা নিয়ে ওই গ্রামের সিহাব মোল্যা ও আমোদ উকিলের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে আমোদ উকিলের লোকজন ওই জায়গায় পুকুর খনন করতে গেলে সিহাব মোল্যা ও তার লোকজন বাঁধা দেয়। র জের ধরে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে মহিলাসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। মারাত্মক আহত পিয়ারী বেগম (২৬), মাসুদ রানা (৪০), রবিউল মোল্যা (৪৫), ফায়েক মোল্যা (৫০), আমির উকিল (৪৫) ও আহাদ উকিলকে (৪০) গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে। বোলতলী পুলিশ ফাঁড়ির এসআই আবু নাঈম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার পরিস্থিতি এখর শান্ত রয়েছে।