obaidul-kader-400x221

দৈনিকবার্তা-ঢাকা,  ০৭ মার্চ: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোট পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে, দেশেজুড়ে সহিংসতা চালাচ্ছে৷বঙ্গবন্ধুর পরিবারকে ধ্বংস করার নীল নকশা চলছে বলেও মন্তব্য করেন তিনি৷

শনিবার দুপুর দেড়টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার তিনদোকান এলাকায় ঢাকা- দোহার সড়কের সংস্কার কাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন৷ ওবায়দুল কাদের আরো বলেন, যেখানে সহিংসতা, সেখানে সমঝোতার পথ সংকুচিত হয়ে গেছে৷বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে গ্রেফতারের জন্য কেমন পরোয়ানা পাঠানো হয়েছে তা আমার জানা নেই৷

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির কারণে সংলাপের মাধ্যমে সমঝোতার পথ সংকুচিত হয়ে পড়ছে৷

ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত জোট বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করে ইতিহাস দখলের নীলনকশা বাসত্মবায়নের পায়তারা চালাচ্ছে৷ এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঐতিহাসিক ৭ মার্চে রেসকোর্স (বর্তমানে সোহরাওয়াদ্দর্ী উদ্যান) ময়দানে প্রদত্ব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের এ অংশটুকু উদ্ধৃত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সেই উক্তি অনুধাবন করেই আজ বলছি সহিংসতা চালিয়ে এবং প্যাট্রোল বোমায় মানুষকে পুড়িয়ে মেরে কোন গণতান্ত্রিক সরকারকে উত্‍খাত করা যায় না৷

খালেদা জিয়ার গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, এটা কি ধরনের গ্রেফতারী পরোয়ানা তা তার জানা নেই৷ রম্নটিন গ্রেফতারী পরোয়ানা হলে গ্রেফতার হওয়ার কথা৷ তবে বিষয়টি আইন মন্ত্রণালয় ভালো বলতে পারবে বলে মন্ত্রী উলেস্নখ করেন৷এরআগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ঢাকা-শ্রীনগর-দোহার সড়কের চলমান নির্মাণ কাজ সরেজমিন পরিদর্শনকালে নিমর্াণ সম্পর্কিত খুটিনাটি বিষয়ে খোঁজ-খবর নেন ৷

এছাড়াও তিনি কাজের গুনগত মান ঠিক রাখার ওপর গুরম্নত্ত্ব আরোপ করে সড়কটির ৰতিগ্রসত্ম অংশের মেরামত কাজ আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করে যানবাহন চলাচল উপযোগী করার নির্দেশনা দেন৷সড়ক নির্মণের কাজে সংশিস্নষ্ট প্রকৌশলী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন৷