1422535576

দৈনিকবার্তা-ঢাকা, ০৫ মার্চ: বিএনপি তাদের আন্দোলনে জনগণকে সঙ্গে না পেয়ে জনগণের ওপর ক্ষিপ্ত হয়ে তাদের পুড়িয়ে মারছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সহিংসতায় দগ্ধ রোগীদের দেখতে এসে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, এত ভয়াবহ ও মর্মান্তিক দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো না। মাঝে সহিংসতা কমে গেলেও আবার শুরু হয়েছে। এই সহিংসতায় সাধারণ মানুষ দগ্ধ হচ্ছে। এ সব সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবহনখাত।

সরকারের সঙ্গে সংলাপ চাইলে আগে নাশকতা বন্ধ করতে হবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীমন্ত্রী ওবায়দুল কাদের।ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে রাজনৈতিক সহিংসতার শিকার সাধারণ মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মানিকগঞ্জ এবং কিশোরগঞ্জে ভোরে পেট্রোল বোমায় দগ্ধ ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।এ নিয়ে রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। মো. আলী পেশায় রংমিস্ত্রী। স্ত্রী ও এক সন্তানকে নিয়ে থাকতেন রাজধানীর মধুবাগের ভাড়া বাসায়। অবরোধ সমর্থকদের ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ হয়ে প্রায় তিন সপ্তাহ ধরে বার্ন ইউনিটে যন্ত্রণায় কাতরাচ্ছেন।

ঢামেকের বার্ন ইউনিট মেডিকেল অফিসার ড. হোসাইন ইমাম ইমু বলেন, জনবল কম থাকলেও সবাইকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে হচ্ছে।সকালে বার্ন ইউনিট পরিদর্শনে আসেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, রাজনৈতিক সহিংসতার শিকার সাধারন মানুষ। যা মেনে নেয়া যায় না।এ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন ১৬২ জন। যাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১৪ জন। আর চিকিৎসা শেষে ফিরে গেছেন ৯৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৫৪ জন।