দৈনিকবার্তা-ঢাকা, ০২ মার্চ: চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) প্রবাসীরা ৯৯০ কোটি ৯ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৯২০ কোটি ৬ লাখ ডলার। এ হিসেবে আগের বছরের একই সময়ের তুলনায় ৭০ কোটি ২৪ লাখ ডলারের বেশি রেমিটেন্স এসেছে যা শতকরা হিসেবে ৮ দশমিক ৫৬ শতাংশ।কেন্দ্রিয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।বাংলাদেশ ব্যাংকের হিসাবমতে, একক মাস হিসেবে গত ফেব্রয়ারি মাসে প্রবাসীরা ১১৭ কোটি ৮৬ লাখ ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। ২০১৪ সালের ফেব্র“য়ারিতে এর পরিমাণ ছিল ১১৭ কোটি ৩১ লাখ ডলার।
উল্লেখ্য, দীর্ঘ সময় ধরে রেমিটেন্সে উচ্চপ্রবাহ থাকলেও ২০১৩ সালে তাতে কিছুটা ভাটা পড়ে। ওই সময়ে দেশে সহিংস রাজনৈতিক কর্মসূচিসহ বিভিন্ন কারণে জনশক্তি রফতানি হ্রাস এবং ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হওয়ায় রেমিটেন্স প্রবাহ কমে গিয়েছিল বলে ধারণা করা হয়। তবে ২০১৪ সালের শুরু থেকে এই পরিস্থিতির পরিবর্তন হয়। রেমিটেন্স প্রবাহে আবারো গতিশীলতা সৃষ্টি হয়। সেই ধারা এখনও অব্যাহত রয়েছে।গত ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩৭ কোটি ৫২ লাখ ডলার। বিশেষায়িত খাতের বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে আসা রেমিটেন্সের পরিমাণ এক কোটি ৫৬ লাখ ডলার। দেশীয় মালিকানাধীন বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৭ কোটি ৩১ লাখ ডলার। আর বিদেশী মালিকানার মাধ্যমে আসা রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ৪৬ লাখ ডলার।