দৈনিকবার্তা-ঢাকা, ০২ মার্চ: সংগীতশিল্পী বাপ্পা মজুমদার তরুণ গায়কদের সঙ্গে কাজ করতে বেশ পছন্দ করেন। এমনকি তাদেরকে নানাভাবে উৎসাহও দিয়ে থাকেন। এমনই একজন গায়ক ইসলাম মানিক। তার গাওয়া মনঘুড়ি শিরোনামের গানটি এরইমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। বাপ্পা মজুমদারের সংগীতায়োজনে সম্প্রতি এ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। ভিডিওটি নির্মাণ করেছেন হামিদ চৌধুরী রাজ।
গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী ইসলাম মানিক বলেন, ‘অডিও গানটি প্রচারের পর থেকেই মিউজিক ভিডিও নির্মাণের ব্যাপারে অনেক অনুরোধ এসেছে।শ্রোতাদের সেই ভাল লাগার জায়গা থেকেই এ গানটি করা। আর বাপ্পাদা গানটির বেশ ভালো সংগীতায়োজন করেছেন।’গানটিতে মডেল হয়েছেন মডেল রুবেল ও সুমি। খুব শিগগিরই সব চ্যানেলে এটি প্রচার হবে।