Thakurgaon Award Giving PIc

দৈনিকবার্তা-ঠাকুরগাঁও, ০২ মার্চ: পানিসম্পদ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও ঠাকুরগাঁও- আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, সবসময় মায়েদের সুচিকিৎসা দেওয়ার জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এছাড়াও মায়েদের ভালো চিকিৎসা সেবা দেওয়ার জন্য সরকার প্রচুর অর্থ ব্যয় করা হচ্ছে।তিনি আরো বলেন, বাংলাদেশ আজ অনেক দুরে এগিয়ে গেছে। আওয়ামী লীগ সরকার বাংলাদেশে প্রত্যেকটি অঞ্চলের রাস্তাঘাট উন্নয়ন সহ সব ধরনের কাজ করে যাচ্ছে । যা বিএনপি সরকারের আমলে কোনদিনও হয়নি।

তিনি আরো বলেন, এমএনএইচ বর্তমানে বাংলাদেশে যেভাবে কাজ করে যাচ্ছে আগামীতে দেশে মা মৃত্যুর হার অনেকটা কমে গেছে। এজন্য তিনি এমএনএইচ প্রকল্পকে ধন্যবাদ জানান।তিনি বলেন, দেশের স্বাস্থ্য সেবাকে ব্যাহত করার জন্য বিএনপি-জামায়াত নাশকতামূলক কর্মকান্ডে লিপ্ত হয়েছে। যা দেশের মানুষ কখনও হতে দেবে না।তিনি আজ সোমবার দুপুর ১২টায় ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ে এমএনএইচ প্রকল্পের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। এছাড়াও বক্তব্য দেন, ঠাকুরগাঁও বিএমএ’র সভাপতি ডা: আবু মো: খয়রুল কবির, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন প্রমুখ।