bogra_71079

দৈনিকবার্তা-বগুড়া, ০২ মার্চ: বগুড়ায় ছয় বছরের শিশুকন্যা খুশিকে (৬) ধর্ষণের পর হত্যার দায়ে দুই ধর্ষককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বিচারক তাদের ফাঁসির দণ্ডাদেশের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানার আদেশ দেন। সোমবার দুপুরে বগুড়ার নারী-শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ( জেলা ও দায়রা জজ) এস এম সাইফুল ইসলাম এ আদেশ দেন।দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- বগুড়া শহরের নিশিন্দারা মন্ডলপাড়ার মৃত আব্দুস সবুরের ছেলে বিদ্যুৎ (১৮) ও একই এলাকার জেল্লাল হোসেনের ছেলে রবিউল ইসলাম (১৮)।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১৩ মার্চ নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান দেখতে যাওয়ার পথে দণ্ডাদেশপ্রাপ্ত দুই যুবক নিশিন্দারা এলাকার খোরশেদ আলমের শিশু কন্যা খুশি (৬) ফুসলিয়ে নিশিন্দারা করাবালা এলাকার একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। এরপর তাকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে লাশ বাঁশের সঙ্গে ঝুলিয়ে রাখে।এঘটনায় খুশির বাবা বাদি হয়ে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ দণ্ডাদেশপ্রাপ্ত দুই যুবককে গ্রেফতার করে। পরবর্তীতে ওই বছরের ৩০ মে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। উভয়পক্ষের শুনানির পর আজ আদালত মামলার রায় ঘোষনা করেন।রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর স্পেশাল পিপি এডভোকেট মন্তেজার রহমান মন্টু, এপিপি এইচ হাই হাফিজ দিপু ও আশরাফুন্নাহার স্বপ্না। আসামি পক্ষে ছিলেন এডভোকেট আব্দুল বারী ও এডভোকেট জিন্নুল হক।