jayasankara-1425218513

দৈনিকবার্তা-ঢাকা, ০২ মার্চ: তিস্তা পানি চুক্তি নিয়ে পরবর্তী বৈঠকগুলোয় আলোচনা হবে বলে জানিয়েছেন সফররত ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর।সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব শহীদুল হকের সঙ্গে বৈঠক শেষে প্রেস বিফ্রিংয়ে সুব্রামানিয়াম জয়শঙ্কর এ কথা বলেন।দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) ও বিমসটেকসহ ( বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) দ্বিপক্ষীয় বিষয়ে শহীদুল হকের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান জয়শঙ্কর। তবে তিস্তা চুক্তি নিয়ে কোনো কথা হয়েছে কি না, সাংবাদিকেরা জানতে চাইলে তিনি জানান, পরবর্তী বৈঠকগুলোয় এ ব্যাপারে আলোচনা হবে। এদিকে, তিস্তার পানিবণ্টন চুক্তি নিয়ে উদ্বেগের কথা ভারতের নতুন পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্করকে জানিয়েছে বাংলাদেশ। সোমবার বিকেল পৌনে পাঁচটা পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হক এ সব কথা জানিয়েছেন।

ভারতের নতুন পররাষ্ট্র সচিবের সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে পৃথক বৈঠকের পর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।কোন বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে জানতে চাইলে শহীদুল হক বলেন, সরাসরি উত্তর দেয়নি। তবে তারা এটাকে ইতিবাচকভাবে নিয়েছে। এ সমস্যা সমাধান করতে চায় তারা।তিনি বলেন,এই মুহূর্তে তিনধরনের উদ্বেগ আছে- তিস্তার পানি সর্বনিম্ন স্তরে নেমে যাওয়া, দীর্ঘদিন (২০১১ সাল থেকে) চুক্তি ঝুলে থাকা ও চুক্তির খসড়া চূড়ান্ত হওয়ার পর কারিগরি প্রশ্ন তোলা আরো এক ধরনের উদ্বেগ তৈরি করেছে।ভারতের মনোভাব প্রসঙ্গে সচিব শহীদুল হক বলেন, ভারতের এই সরকারের বিশেষ একটি দিক লক্ষ করেছি। তারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায়। অমীমাংসিত সমস্যাগুলো সমাধান করতে চায়।তিনি বলেন, ভারতের বর্তমান সরকার আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে বিশেষ নজর আছে।

ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক, উপআঞ্চলিক, আঞ্চলিকসহ সব বিষয়ে মতের আদান-প্রদান হয়েছে বলে জানান পররাষ্ট্র সচিব।ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক গঠনমূলক এবং ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেন তিনি।তিনি বলেন, তবে আমরা আরো সহযোগিতার আশা প্রকাশ করছি।ভারতের নতুন পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর একদিনের শুভেচ্ছা সফরে সোমবার সকালে ঢাকা আসেন। এ সময় ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক জয়শঙ্করকে স্বাগত জানান।ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরন উপস্থিত ছিলেন।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে সফরে আসবেন বলে জানিয়েছেন ঢাকা সফররত ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর। তবে কবে তিনি আসছেন সে বিষয়ে কোনো দিনক্ষণ ঠিক হয়নি।শহীদুল হক বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের প্রথম সফর হিসেবে এটি সফল।মাহমুদ আলী-জয়শঙ্করের সাক্ষাতে আলোচনার বিষয় সম্পর্কে বলতে গিয়ে শহীদুল হক বলেন, আলোচনায় দুই দেশের সম্পর্কেব বহুমাত্রিকতা স্থান পেয়েছে। সার্ক, বিমসটেক নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়নি উল্লেখ করে শহীদুল আরো জানান, তিস্তা ও স্থল সীমান্ত চুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জয়শঙ্কর।

সার্কযাত্রার অংশ হিসেবে ভারতের পররাষ্ট্র সচিব জয়শঙ্কর দুই দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঢাকা সফরের মাত্র নয় দিনের মাথায় ঢাকাতে এলেন জয়শঙ্কর।জয়শঙ্কর সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিকেলে এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জয়শঙ্কর। সন্ধ্যা ছয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় সংসদ ভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন সফররত ভারতের পররাষ্ট্রসচিব।এর আগে বেলা ১১টার দিকে ভারতের পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর দুই দিনের সফরে ঢাকায় আসেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। এ সময় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সার্কযাত্রার অংশ হিসেবে জয়শঙ্কর শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছেন।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশনা অনুযায়ী দেশটির পররাষ্ট্রসচিব এই সার্কযাত্রা করছেন।১ মার্চ ভুটান সফরের মধ্য দিয়ে জয়শঙ্করের সার্কযাত্রার প্রথম পর্যায় শুরু হয়। দ্বিতীয় পর্যায়ে তিনি ভুটান থেকে আজ বাংলাদেশে এলেন। এরপর অন্য দেশগুলো সফর করবেন তিনি।গত ২৯ জানুয়ারি ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন জয়শঙ্কর। এরপর মঙ্গলবার সকালে তিনি পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।