দৈনিকবার্তা-ঢাকা, ২৮ ফেব্রুয়ারি: ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় অন্তরীণ সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর হার্ট অ্যাটাক হয়েছে৷শনিবার হার্ট অ্যাটাকের পর তাকে বিএসএসএমএমইউর কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে বলে বলে হাসপাতালের পরিচালক আব্দুল মজিদ ভূঁইয়া জানিয়েছেন৷তিনি বলেন, সকাল সাড়ে ৯টার দিকে উনার হার্ট অ্যাটাক হয়৷ উনি সিসিইউতে আছেন, তবে অচেতন নন৷সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের আইসিইউতে (নিবিঢ় পরিচর্যা কেন্দ্র) স্থানানত্মর করা হয়৷
মনিবার সকালে হাসপাতালের কেবিন বস্নকে চিকিত্সাধীন অস্থায় লতিফ সিদ্দিকী হৃদরোগে আক্রানত্ম হলে জরুরি ভিত্তিতে তাকে আইসিইউতে নেয়া হয়৷ঢাকা কেন্দ্রিয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী এ তথ্য জানান৷তিনি বলেন, সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গত ৬ জানুয়ারি থেকে বিএসএমএমইউতে উচ্চরক্তচাপ এবং বুকে ব্যাথার দরম্নন চিকিত্সাধীন রয়েছেন৷শনিবার সকাল ৯টায় হাসপাতালের কেবিন বস্নকে চিকিত্সাধীন অবস্থায় তিনি অকস্ম্যাত্ হৃদরোগে আক্রানত্ম হলে তাকে দ্রুত আইসিইউতে স্থানানত্মর করা হয়৷তিনি আইসিইউতে ডা. সজল ব্যানাজর্ীর তত্বাবধানে চিকিত্সাধীন রয়েছেন বলেও তিনি জানান৷উল্লেখ্য, মুসলমানদের ধমর্ীয় অনুভ’তিতে আঘাত করে পবিত্র হজ্ব এবং তাবলীগ জামায়াত সম্পর্কে বিরূপ মনত্মব্য করায় এ সংক্রানত্ম একটি মামলায় গত ২৫ নভেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী গ্রেফতার হন৷
পরবতর্ীতে আদালত তাকে কারাগারে পাঠাবার নির্দেশ দেন৷৭৭ বছর বয়সী লতিফ সিদ্দিকী বার্ধক্যজনিত আরও নানা জটিলতায় ভুগছেন বলে জানিয়েছেন মজিদ ভূঁইয়া৷গত ২৫ নভেম্বর কারাগারে পাঠানো হলে ৬ ডিসেম্বর বুকে ব্যথা অনুভব করেছিলেন লতিফ সিদ্দিকী৷ তখন তিনি বিএসএমএমইউতে পাঠানো হয়৷তারপর থেকে এই হাসপাতালেই রয়েছেন তিনি৷পাঁচ মাস আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হজ নিয়ে এক মন্তব্যের জন্য সমালোচনার সম্মুখীন হন প্রবীণ এই রাজনীতিক৷এরপর তিনি বিদেশে থাকার মধ্যেই দেড় ডজন জেলায় দুই ডজনের বেশি মামলা হয় তার বিরুদ্ধে৷বিক্ষোভ-প্রতিবাদের মধ্যে ঢাকায় ফিরে থানায় ধরা দিলে ২৫ নভেম্বর তাকে আদালতে নিয়ে যায় পুলিশ৷ এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়৷