ভারত2-600x400

দৈনিকবার্তা-ঢাকা, ২৮ ফেব্রুয়ারি: সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত৷শনিবার অস্ট্রেলিয়ার পার্থে অবস্থিত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট এসোসিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত বি’গ্রুপের ম্যাচে ৯ উইকেটের বিশাল ব্যবধানে আরব আমিরাতকে পরাজিত করে ভারতীয়রা৷প্রথমে ব্যাটিং নিয়ে আরব আমিরাত ৩১.৩ ওভারে সবকটি উইকেটের বিনিময়ে ১০২ রান সংগ্রহ করে৷ দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান সংগ্রহ করেছেন শাইমান আনওয়ার৷ ২৫ রান দিয়ে চার উইকেট সংগ্রহ করেন অল রাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন৷ জবাবে রোহিত শর্মার হার না মানা ৫৭ রানে ভর করে ১৮.৫ ওভারে এক উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহের মাধ্যমে জয়ের লক্ষ্য পুরণ করে ভারত৷ ৩৩ রানে অপরাজিত ছিলেন বিরাট কোহলি৷ দলের একমাত্র উইকেট শিকর ধাওয়ানকে নিজের নামের পাশে লিখিয়েছেন মোহাম্মদ নাভিদ৷

টস জিতে প্রথমে ব্যাটিং করতে গিয়ে সংযুক্ত আরব আমিরাত শুরম্ন থেকেই পথভ্রস্ট হয়ে পড়ে৷ ৫০ রান সংগ্রহ করতেই তারা হারিয়ে বসে ৫ উইকেট৷ দলীয় ৭ রানের মাথায় ওপেনার বেরেনজারের (৪) উইকেটটি হারানোর পর আর মাত্র ৫ উইকেট যোগ করতেই হারায় দ্বিতীয় উইকেট৷ এবার সাজ ঘরে ফিরেন অপর ওপেনার আমজাদ আলী (৪)৷সুবিধা করতে পারেননি ওয়ান ডাউনের ব্যাটসম্যান কৃষ্ণ চন্দ্রনও৷ তিনিও সাজঘরে ফিরেছেন সেই ৪ রান সংগ্রহ করে৷ চতুর্থ উইকেট জুটিতে খুররম খান স্বপি্নল পাতিলকে নিয়ে কিছুটা প্রতিরোধ করার চেস্টা করলেও অশ্বিনের বোলিং দাপটের মুখে সুবিধা করতে পারেননি৷ দুজনকেই ফিরিয়ে দিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন দলের ওই বোলার৷পাতিলকে (৭) ফিরিয়ে দেয়ার পর খুররম খানকেও (১৪) ফিরিয়ে দেন ভারতীয় দলের ওই অল রাউন্ডার৷

ফলে ৪৪ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে একেবারেই মিইয়ে যায় ১৯ বছর পর বিশ্বকাপে ফেরা মধ্যপ্রাচ্যের দলটি৷ এরই ধারবাহিকতায় একে একে সাজঘরে ফিরেন রোহান মুসত্মফা (২), আমজাদ জাভেদ(২), মোহাম্মদ নাভিদ ও মোহাম্মদ তৌকির (৬)৷ তবে ১০ উইকেট জুটিতে শাইমান আনওয়ার (৩৫) ও গুরম্নজের (১০*) ৩১ রানের পার্টনারশীপে ভর করে তিন অংকের রানের ঘরে পৌছেতে সৰম হয় আন্ডর ডগ আরব আমিরাত৷ ৩১.৩ ওভারে সবকটি উইকেটের বিনিময়ে ১০২ রান সংগ্রহ করে তারা৷ ভারতের হয়ে ম্যাচসেরা রবিচন্দ্রন অশ্বিন ৪টি এবং উমেষ যাদব ও রবিন্দ্র জাদেজা ২টি করে উইকেট লাভ করেন৷বিশ্বকাপে ভারতের বিপক্ষে কোন দলের এটিই সর্বনিন্ম কোন সংগ্রহ৷ যদিও ওডিআই ক্রিকেটে বাংলাদেশের সংগৃহীত ৫৮ রানের ইনিংসটি ভারতীয়দের বিপক্ষে এখনো পর্যনত্ম সর্বনিন্ম সংগ্রহের তালিকার শীর্ষে অবস্থান করছে৷ ২০১৪ সালের ১৭ জুন ঢাকায় ১৭.৪ ওভারে সফরকারী ভারতীয়দের বিপক্ষে ওই সংগ্রহ দাঁড় করিয়েছিল টাইগাররা৷