2 more burnt

দৈনিকবার্তা-ঢাকা, ২৮ ফেব্রুয়ারি:  চলমান অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা রোববার থেকে আবারো হরতাল শুরু হচ্ছে কিন্তু অবরোধ চলছে। এদিকে, শনিবার বিএনপি নেতৃত্বাধীন-২০ দলীয় জোটের ডাকা অবরোধ চলাকালে পৃথক স্থানে পেট্রোল বোমা হামলা ও ইটপাটকেল নিক্ষেপর ঘটনায় আহত দু’জন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। অন্যদিকে,অবরোধ রাজধানী ঢাকাস্হ দেশের বিভিন্ন স্থানে গাড়িতে আগুন দেয়া হয়েছে । এছাড়া তেমন কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। কোনো প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে। সকাল থেকেই রিকশা-অটোরিকশার পাশাপাশি চলছে সব ধরনের যানবাহন। সারাদেশে ট্রেন ও লঞ্চ চলাচল করছে। সংখ্যায় কম হলেও ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।টানা অবরোধের সঙ্গে হরতালে যেকোনো ধরনের নাশকতা রোধে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্যরা।

রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৭২ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। একই সঙ্গে আগামীকাল সারাদেশে শান্তিপূর্ণভাবে গণমিছিল পালন সরকার বিরোধী এ জোট।দলটির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানান।তিনি বলেন- গণতন্ত্র মুক্তি আন্দোলনের চুড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত চলমান অনির্দিষ্টকালের শান্তিপূর্ণ অবরোধও অব্যহত থাকবে। জানা গেছে, সোয়া ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় দুর্বৃত্তরা একটি মালবাহী পিকআপে (ঢাকা মেট্রো ঢ ১৪-২১৭১) বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন।

এতে দগ্ধ হন কবির হোসেন, বিল্লাল হোসেন, হেলাল উদ্দিন, রাসেল মিয়া ও সোহেল মিয়া। অগ্নিদগ্ধদের তাৎক্ষণিক উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটিতে পাঠানো হয়। এদের মধ্যে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কবির হোসেন মারা যান। এদিকে, রূপগঞ্জ নারায়ণগঞ্জের রূপগঞ্জে মালবাহী পিকআপে পেট্রোল নিক্ষেপের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা হয়।শনিবার বিকেলে পিকআপ চালক রুবেল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ২৮ জনের নাম উল্লেখসহ আরও ১০/১২ জনকে আসামি করা হয়েছে।

এর আগে দুপুরে উপজেলার তারাব এলাকার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার যাত্রামুড়া এলাকার আমিনুল হকের ছেলে আল-আমিন (২৩), তারাব দক্ষিণপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে হাবিবুর রহমান মামুন (২৪), মুগরাকুল এলাকার আব্দুল আলীর ছেলে নজরুল ইসলাম বাবু (৩৫) ও পার্শ্ববর্তী সোনারগাঁও উপজেলার ফতেপুর এলাকার রুপচান মিয়ার ছেলে রাকিবুল হাসান (২৬)।

শুক্রবার (শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় দুর্বৃত্তরা একটি মালবাহী পিকআপে (ঢাকা মেট্রো ঢ ১৪-২১৭১) বেশ কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন।এতে দগ্ধ হন কবির হোসেন, বিল্লাল হোসেন, হেলাল উদ্দিন, রাসেল মিয়া ও সোহেল মিয়া। অগ্নিদগ্ধদের তাৎক্ষণিক উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটিতে পাঠানো হয়। এদের মধ্যে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে কবির হোসেন মারা যান।অন্যদিকে, ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম শাকিল আহমেদ (১৮)।এ নিয়ে হাসপাতালে বাসে আগুন ও পেট্রোল বোমায় দগ্ধ হয়ে ১৩ জন মারা গেলেন। এছাড়াও চিকিৎসাধীন রয়েছেন আরো ৫০ জন।

শনিবার বিকেল পৌনে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ২৫ ফেব্র“য়ারি ডেমরা ষ্টাফ কোয়ার্টারের সামনে পার্কিং করা অবস্থায় আশিয়ান সিটি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে করে শাকিল ও ইয়াসিন নামের দু’জন অগ্নিদগ্ধ হন। পরে তাদের ঢামেকের ভর্তি করা হয়। তিন দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন শাকিল।চিকিৎসক পার্থ শংকর পাল জানান, নিহত শাকিলের শরীরের ৫০ ভাগই পুড়ে যায়।

এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় বেসরকারি টেলিভিশন দেশ টিভিসহ ছয়টি গাড়িতে আগুন দিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা।শনিবার সন্ধ্যার পর এসব ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবার পৌনে সাতটার দিকে মৌচাকে অবস্থিত টিভি চ্যানেলটির ভবনের বিপরীত পাশের রাস্তায় দাঁড়ানো গাড়িতে আগুন ধরিয়ে দেয় অবরোধ-হরতাল সমর্থকরা।

একই সময়ে যাত্রাবাড়ীর কলার আড়তের সামনে দুটি কাভার্ড ভ্যান ও একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এছাড়া খিলগাঁওয়ে একটি প্রাইভেট কার এবং বনানীতে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন জ্বেলে দেয় তারা।এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং ৪-৫ টি ককটেলের বিস্ফোরণ ঘটায় অবরোধ-হরতাল সমর্থকরা।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল জানান, সংবাদ পাবার পর ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি বাস ও দুটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে।ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে ডিউটি অফিসার আতাউর রহমান জানান, একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে।এ ব্যাপারে যাত্রাবাড়ী থানার ওসি অবনি শংকর কর এর কাছে অগ্নিসংযোগের ঘটনা জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে প্রতিবেদককে বলেন, আপনি কে?। পরে শীর্ষ নিউজের পরিচয় দেওয়ার পর তিনি বলেন, আপনারা কাজের সময় ডিস্টার্ব করেন। আপনারা আমাদের কাজ করতে দেন না। তাই আপনি দেখে যান।

রাজধানীর বনানীর কামাল আর্তাতুক রোডে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।শনিবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে।এসময় পুলিশের সাথে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।বনানী থানা ঘটনার সত্যতা স্বীকার করেছে।রাজধানীর শ্যামপুরে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দোলন আক্তার (১২) নামের এক প্রতিবন্ধী শিশু আহত হয়েছে।শনিবার বিকেল ৩ টার দিকে এ ঘটনা ঘটে।আহত দোলনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।তার বাবার নাম রবিউল ইসলাম বলে জানা গেছে।রাজধানীর খিলক্ষেত থানার কুর্মিটোলা স্কুলের প্রধান ফটক থেকে অন্তত ৭ টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার রাতে খিলক্ষেত থানা পুলিশ এ ককটেলগুলো উদ্ধার করে।প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে কে বা কারা এই ককটেলগুলো স্কুলের গেটে ফেলে যায়। স্কুলের প্রধান ফটকে এগুলো দেখার জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।এ বিষয়ে জানতে চাইলে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম শীর্ষ নিউজকে জানান, পরিত্যক্ত অবস্থায় স্কুলের সীমানা প্রাচীরের বাইরে থেকে কয়েকটি ককটেল উদ্ধার করা হয়। এগুলো থানায় নিয়ে রাখা হয়েছে।তিনি আরো জানান, স্কুলে রীতিমত পরীক্ষার কার্যক্রম চলছে।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের গলাচিপা মোড়ে আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো ব ১১-০০৪৬) আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। শনিবার সন্ধ্যা পৌনে ৬টায় এ ঘটনা ঘটে।বাসের হেলপার ভুট্টো মিয়া বলেন, নারায়ণগঞ্জ থেকে কয়েকজন যাত্রী নিয়ে বাসটি ঢাকা যাচ্ছিলো। গলাচিপা মোড়ে পৌছালে ৭-৮ জন যুবক হঠাৎ লাঠিসোটা নিয়ে বাসটি আটক করে ভাঙচুর করে এবং পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে বাস থেকে যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি বলে জানান হেলপার ভুট্টো।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই বাসের বেশিরভাগ অংশ পুড়ে যায়।নারায়ণগঞ্জ সদর মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। কাউকে আটক করা সম্ভব হয়নি।

গাজীপুর : জেলার পূর্ব চান্দনা এলাকায় হাতবোমা বানানোর সময় বিস্ফোরিত হয়ে এক শিবির কর্মীর হাতের কব্জি উড়ে গেছে। আহতবাস্থায় তাকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।শুক্রবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে। জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মিঠু শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, গাজীপুর মহানগরের পূর্ব চান্দনা এলাকার জামায়াত নেতা আব্দুল আল বাসিরের বাসায় হাতবোমা বানাতে গিয়ে আব্দুল আলীম (২৫) নামের ওই শিবির কর্মীর হাতের কব্জির কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতাবস্থায় আলিমকে উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে বৈদ্যুতিক তার, গান পাউডার, সিসাসহ হাতবোমা তৈরীর বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়েছে। আটক আব্দুল আলিমের নামে একাধিক মামলা রয়েছে । আব্দুল আলিম পূর্ব চান্দনা এলাকার জমির উদ্দিন মুন্সির ছেলে।

শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, বোমা বিস্ফোরণে আব্দুল আলিমের বাম হাতের কব্জি উড়ে গেছে। এছাড়া তার ডান হাতেও ঝলসে গেছে।

নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে নাশকতার অভিযোগে দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় এক পৌর কাউন্সিলরসহ ৯ জন বিএনপি নেতাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র ( চার্জশীট) দাখিল করা হয়েছে। চীফ জুডিশিযাল ম্যাজিষ্ট্রেট আদালত নীলফামারীতে এই চার্জশীট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কার্তিক চন্দ্র রায়। অভিযুক্তরা হলো সৈয়দপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মোহাম্মদ আলী, হাফিজুল ইসলাম হাফিজ, নূর ইসলাম ওরফে ময়নুল, জাহাঙ্গীর আলম, মাসুদ ড্রাইভার, বিপ্লব, মকবুল হোসেন, রনি ও এনামুল হক। এর মধ্যে হাফিজুল ইসলাম হাফিজ ও নূর ইসলাম ওরফে ময়নুল পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কার্তিক চন্দ্র রায় জানান, মামলা দায়েরের ৭ কার্যদিবসের মধ্যেই পুলিশী তদন্ত করে আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে। সৈয়দপুর শহরের বাইপাস সড়কে নীলফামারী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলীর প্রাইভেট কার ভাংচুর ও নাশকতার অভিযোগে ওইসব বিএনপি নেতাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়।

গৌরনদী :বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের চলমান অবরোধ ও হরতালের কোনো প্রভাব নেই বরিশালের একমাত্র আতঙ্কের জনপদ গৌরনদী ও আগৈলঝাড়ায়। সম্প্রতি সময়ে নাশকতাকারীদের ছোঁড়া পেট্রোল বোমায় অগ্নিদ্বগ্ধ হয়ে এ অঞ্চলের ছয়জনের প্রাণহানি ও একাধিক ব্যক্তি আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। সম্প্রতি বিএনপির সহযোগী সংগঠনের দুই নেতা কার্থত বন্দুক যুদ্ধে নিহত ও যৌথ বাহিনীর চিরুনি অভিযানের কারণে ইতোমধ্যে বিএনপি ও জামায়াতসহ ২০ দলীয় জোটের নেতাকর্মী আত্মগোপন করেছেন। সূত্রমতে, দুর্বৃত্তদের হামলার দক্ষিণাঞ্চলের সাথে সড়ক পথে যোগাযোগের একমাত্র বরিশাল-ঢাকা মহাসড়কের ৮৭টি জেঞ্জার পয়েন্টে স্থায়ীভাবে আনসার ও ভিডিপি সদস্যদের মোতায়েন করা হয়। পাশাপাশি থানা ও হাইওয়ে থানা পুলিশ, র‌্যাব, বিজিবি এবং একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যদের সমন্ময়ে গঠিত যৌথ বাহিনী প্রতিনিয়ত অভিযান চালিয়ে বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের নেতা-কর্মী ও সমখর্থকদের আটক করে জেল হাজতে প্রেরন করছে। এ ছাড়া আগৈলঝাড়া থানা পুলিশ গত ২০ ফেরুয়ারি গাড়িতে অগ্নি সংযোগের মামলার আসামি গৈলা ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক টিপু সুলতান হাওলাদার ও উপজেলা তাঁতি দলের সাধারন সম্পাদক কবির মোল্লাকে ঢাকার রায়ের বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। পরের দিন ২১ ফেরুয়ারি ভোর রাতে কর্থিত বন্দুক যুদ্ধে আগৈলঝাড়ার বাইপাস সড়কে নিহত হয়। এ ঘটনার পর অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা আত্মগোপন করে। যেকারনে বন্দুক যুদ্ধের পর থেকে এ অঞ্চলে কোন নাশকতামূলক কর্মকান্ড ঘটেনি। ফলে ক্রমেই অশান্ত গৌরনদীতে অতীতের ন্যায় স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে। সূত্রে আরো জানা গেছে, মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া নামক এলাকায় গত ৭ ফেব্র“য়ারি দুর্বৃত্তদের পেট্রাল বোমায় অগ্নিদ্বগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনজন, ২ ফেব্র“য়ারি টরকীর নীলখোলা এলাকায় দুইজন, উজিরপুরের সানুহারে একজন পেট্রাল বোমায় অগ্নিদ্বগ্ধ হয়ে নিহত হন। এছাড়াও চলন্ত যাত্রীবাহি পরিবহনে পেট্রাল বোমা নিক্ষেপের ঘটনায় কমপক্ষে ১০ জন অগ্নিদ্বগ্ধ হয়েছিলেন। এসব ঘটনার পর পুরো এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছিলো। বিজিবি.র সরকারি গৌরনদী কলেজে স্থায়ী ক্যাম্পের অধিনায়ক মেজর ফজলুর হক বলেন, সংশ্লিষ্ট থানা পুলিশকে সহযোগীতা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশে গত ১০ ফেব্র“য়ারি সরকারি গৌরনদী কলেজে স্থায়ী ক্যাম্প স্থাপন করি বিজিবির সদস্যরা। বিজিবির সদস্যরা যৌথ বাহিনী গঠন করে একাধিক চিরুনী অভিযান পরিচালনা করি। এ অভিযানে জামায়াত-বিএনপি দলের একাধিক সদস্যরা গ্রেপ্তার করি। ফলে এখন ভয়কে জয়করে পূর্বের ন্যায় স্থানীয় জনসাধারন জীবনযাত্রা শুরু করেছেন।’ গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘সকাল থেকে রাত পর্যন্ত গণপরিবহন চলছে স্বাভাবিক নিয়মে। তবে হরতাল-অবরোধে যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক, মহাসড়ক ও নৌপথে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। এছাড়া পুলিশ, বিজিবি, র‌্যাব ও সাদা পোশাকধারী বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদ্যসরা মানুষের শতভাগ যানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কাজ করছেন।

মৌলভীবাজার:মৌলভীবাজার বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের শুক্রবার ভোর রাতে একটি গাড়ীতে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে অবরোধকারীরা। এ সময় পার্শবর্তী একটি গুদামে আগুন দেয়া তারা। বিদ্যুৎ বিভাগের লোকজন জানান ভোর সাড়ে ৫টার দিকে অভিযোগ কেন্দ্র অফিসের সম্মুখে রাখা পিকআপ ভ্যান ও গুদামে আগুন দেখে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়র সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে পিকআপ ভ্যান ইঞ্জিন সহ অন্যান্য যন্ত্রাংশ ও গুদামের দরজা পূড়ে যায়। মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক বলেন, এঘটনার পর ঘটনা স্থল পরিদর্শন করেছি এবং মামলা দায়ের করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

ফেনী:ফেনীতে পুলিশ সুপারের সার্কিট হাউজের বাসা ও পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপে দুই পুলিশ সদস্য আহতের ঘটনায় পৃথক মামলা দয়ের করেছ পুলিশ। গত শুক্রবার রাতে ফেনী মডেল থানা এ দুটি মামলা দায়ের করা হয়েছে।মামলার এজহার সূত্রে জানা যায়, বিএনপি-জামায়াতের অনির্দিষ্টকালের হরতাল অবরোধে গত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী বাইপাস অংশের রামপুর নাসির মেমোরিয়াল কলেজ সংলগ্ন এলাকায় গাড়ী ভাংচুরের চেষ্টা চলায় অবরোধকারীরা। পুলিশ বাধা দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এসময় এসময় ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউল হক খন্দকার এবং ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহিন মিয়া আহত হন। এ ঘটনায় ফেনী জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদসহ বিএনপির ১৬ নেতাকর্মীকে আসামী করে ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার পুলিশের উপ-পরিদর্শক জিয়াউল হক খন্দকার বাদী হয়ে এ মামলা করেন।অপরদিকে পুলিশ সুপার রেজাউল হক পিপি এম’র সার্কিট হাউজের বাসায় ককটেল হামলার ঘটনায় আরো একটি মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি বলে জানায় পুলিশ।

এদিকে, ফেনীতে পুলিশ সুপারের বাসভবন ও পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুটি মামলা দায়ের করেছে পুলিশ। এর মধ্যে একটি মামলায় বিএনপির ১৬ জনকে আসামি করা হয়েছে।শুক্রবার রাতে ফেনী মডেল থানায় মামলা দুটি দায়ের করা হয়।পুলিশ জানায়, ২০ দলের অনির্দিষ্টকালের অবরোধ-হরতালে বৃহস্পতিবার রাতে পুলিশ সুপারের বাসভবনে ককটেল হামলা করলে পুলিশ বাদি হয়ে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।

একইদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় জেলা বিএনপির প্রচার সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিকসহ বিএনপির ১৬ নেতাকর্মীর নামে মামলা করা হয়। ফেনী মডেল থানার উপ-পরিদর্শক জিয়াউল হক খন্দকার বাদি হয়ে মামলাটি দায়ের করেন বলে জনা গেছে।

দিনাজপুর: নাশকতার আশঙ্কায় দিনাজপুরে বিএনপি-জামায়াতের ৪ জনসহ মোট ২০ জনকে আটক করেছে পুলিশ।গত ২৪ ঘন্টায় পুলিশ ও যৌথবাহিনীর অভিযানে তাদের আটক করা হয়। দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, আটকৃতরা নাশকতা চালানোর জন্য পরিকল্পনা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা তাদেও আটক করেছে।

রংপুর : রংপুরে পুলিশ ও যৌথবাহিনীর অভিযানে জামায়াতের ৫ কর্মীসহ৫৫ জনকে আটক বা গ্রেফতার করা হয়েছে।গত ২৪ ঘন্টার অভিযানে তাদের আটক করা হয়। রংপুর জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্র এতথ্য নিশ্চিত করেছেন। কন্ট্রোলরুমের ফোন অপারেটর মো. ফরহাদ জানান, পীরগঞ্জে জামায়াতের ২, মিঠাপুকুরে ২ ও কোতয়ালী থেকে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।এছাড়াও বিভিন্ন মামলার আরো ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ

খুলনা : হরতাল অবরোধে নাশকতার সন্দেহে এবং বিভিন্ন মামলার আসামি সহ খুলনা জেলার বিভিন্ন এলাকা থেকে ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন মামলার আসামি।শুক্রবার দিবাগত রাত থেকে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মহানগরীর ৮ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।