দৈনিকবার্তা-ঢাকা, ২৬ ফেব্রুয়ারি: চলমান অনির্দিষ্টকালের অবরোধের পাশাপাশি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের ডাকা সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার হরতাল চলছে।এদিকে, হরতালে রাজধানী ঢাকায় তেমন কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। কোনো প্রভাব পড়েনি রাজধানীর জনজীবনে। সকাল থেকেই রিকশা-অটোরিকশার পাশাপাশি চলছে সব ধরনের যানবাহন। সারাদেশে ট্রেন ও লঞ্চ চলাচল করছে। সংখ্যায় কম হলেও ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।টানা অবরোধের সঙ্গে হরতালে যেকোনো ধরনের নাশকতা রোধে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা।
উল্লেখ্য, মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এক বিবৃতিতে বুধবার সকাল ৬টা পর্যন্ত হরতাল থাকলেও পরে তা বাড়িয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত করার এ ঘোষণা দেন।গত রোববার থেকে শুরু হওয়া টানা ৭২ ঘণ্টার হরতাল বুধবার ভোর ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও তা শুক্রবার ভোর ৬টা পর্যন্ত করা হয়।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে জানা গেছে, ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও জামাত-শিবিরের ১৩ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১০ জন বিএনপির ও বাকি ৩ জন জামাত-শিবিরের কর্মী।রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাশকতায় জড়িত সন্দেহে বিএনপি-জামায়াতের ১৩ কর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতদের মধ্যে বিএনপির ১০ এবং জামায়াতের ৩জন কর্মী রয়েছেন।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের সহকারী পুলিশ কমিশনার ইফতেখারুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় হাতবোমা বিস্ফোরণে হ্যান্ড্রি মিলু (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। হ্যান্ড্রি মিলু মিরপুর-১০ নম্বর সেক্টর আল হেলাল হাসপাতালের পাশের একটি প্রতিষ্ঠানের সিএ শিক্ষার্থী বলে জানা গেছে।
আহত মিলু জানান, প্রেসক্লাবের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটলে তার হাত আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।শাহবাগ থানার ওয়ার্লেস অপারেটর সুজন জানান, ঘটনাটি প্রেসক্লাবের সামনে নয়, জাতীয় ঈদগাঁ মাঠের পূর্ব পাশের কদম ফোয়ারার কাছে ককটেল বিস্ফোরণে এক শিক্ষার্থী আহত হয়েছে।
রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানের সামনে পরপর দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এত এক পথচারি আহত হয়েছে।বৃহস্পতিবার দুপুর ৩টা ৫০ মিনিটে ঈদগাহ ময়দানের গেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদগাহের প্রধান ফকটের সামনে পরপর দুটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এক পথচারি আহত হয়েছে বলে জানা গেছে। হাতবোমা বিস্ফোরণের পর টহলরত পুলিশ ওই এলকায় তল্লাশি চালায়। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ফেনী :ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন ভূমি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে বৃহস্পতিবার সকালে পুলিশ স্থানীয় রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল হক চৌধুরীকে গ্রেপ্তার করেছে। তাঁকে ফেনীর বিচারিক আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। রিমান্ডের শুনানী সাপেক্ষে আদালত তাঁকে ফেনী কারাগারে প্রেরন করেছে।ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শহীদুল ইসলাম জানান, বুধবার রাত সাড়ে তিনটার দিকে দুর্বৃত্তরা ওই ইউনিয়ন ভূমি কার্যালয়ের টিনশেড ভবনে অগ্নিসংযোগ করে। এতে এলাকার ভূমি সংক্রান্ত অতি জরুরী কাগজপত্রসহ কার্যালয়টি সম্পূর্ন পুড়ে গেছে। খবর পেয়ে ফেনী জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার, ফেনীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ শফিউল আরিফ, উপজেলা চেয়ারম্যান মেজবাউল আলম চৌধুরীসহ তিনি ওই ভষ্মিভূত কার্যালয় পরিদর্শন করে সত্যতা পেয়েছেন।এ ঘটনায় ওই ভূমি কার্যালয়ে কর্মরত সহকারী ভূমি কর্মকর্তা আইয়ুব আলী বাদী হয়ে অজ্ঞাত আসামীর বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় একটি নাশকতার মামলা দায়ের করেছেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, ইউনিয়ন ভুমি কার্যালয়ে অগ্নিসংযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় রাধানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রবিউল হক চৌধুরীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। খালেদা জিয়ার নামে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে ও হরতালের সমর্থনে নাটোরে মিছিল করতে দেয়নি পুলিশ॥ আটক এক
নাটোর :বেগম খালেদা জিয়ার নামে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে ও হরতালের সমর্থনে নাটোরে মিছিল করতে দেয়নি পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে দলের নেতা-কর্মিরা মিছিলের প্রস্তুতি নিতে থাকে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে নেতা-কর্মিরা কার্যালয়ের সামনে ব্যানার নিয়ে দাঁড়ালে পুলিশ সেখান থেকেও তাদের সরিয়ে দেয়। এদিকে একই কর্মসুচিতে নাটোরের বনপাড়ায় বিএনপি নেতা-কর্মিরা একটি মিছিল বের করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এসময় তোরাব হোসেন নামের এক বিএনপি কর্মিকে আটক করে পুলিশ।
চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেলে পথচারী রিদওয়ান নিহতের ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ।মামলায় চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ানসহ আসামি করা হয়েছে ৫৬ বিএনপি নেতাকর্মীকে। বৃহস্পতিবার সকালে চান্দগাঁও থানার এসআই সজল কান্তি দে বাদী হয়ে এই মামলা দায়ের করেন।মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরো ৩০ জনকে আসামি করা হয়েছে।চন্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রউফ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এদিকে, চলমান সরকার বিরোধী আন্দোলনে চট্টগ্রামের বিভিন্নস্থানে সহিংসতায় জড়িত সন্দেহে বিএনপি-জামায়াতের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বিএনপির ২, জামায়াত ২ ও শিবিরের ৩ নেতাকর্মী রয়েছে।চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হাসান জানান, নাশকতার সাথে জড়িত থাকার অভিযোগে সাতকানিয়া, লোহাগাড়া ও সীতাকুন্ড, মিরসরাই, হাটহাজারী, লোহাগাড়া উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বিভিন্ন মামলার আসামি রয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
নড়াইল: নড়াইলে পুলিশের অভিযানে বিএনপি-জামায়াতের তিন কর্মীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। জেলা পুলিশের কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে রয়েছে নড়াইল সদর থানায় জামায়াতের এক কর্মীসহ ১০ জন, লোহাগড়া থানায় বিএনপির দুই কর্মীসহ ৬ জন, কালিয়া থানায় ৪ জন এবং নড়াগাতী থানায় ৫ জন।নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, নাশকতার আশংকায় বিএনপি-জামায়াতের ৩ জন এবং বিভিন্ন মামলা ও অভিযোগে ২২ জনকে আটক করা হয়েছে।
যশোর : জেলার আট থানায় অভিযান চালিয়ে এক জামায়াত কর্মীসহ ৫৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।গত ২৪ ঘন্টায় তাদের আটক করা হয়। যশোর জেলা পুলিশের মুখপাত্র এএসপি রেশমা শারমীন গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) গত ২৪ ঘন্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ৪৬ জন নাশকতাকারীকে আটকের দাবি করেছে।গত ২৪ ঘণ্টায় মহানগরীর ৮ থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২ জন বিএনপি ও ২ জন স্বেচ্ছাসেবক দলের সদস্য। অন্যরা বিভিন্ন মামলার আসামি। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
রূপগঞ্জ(নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাসে অগ্নিসংযোগ ও তিনজন অগ্নিদগ্ধের ঘটনার মামলায় ইজ্জত আলী (৩৮) নামে এক যুবদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবারবিকেলে উপজেলার সাওঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইজ্জত আলী সাওঘাট এলাকার সুলতান আহাম্মেদের ছেলে।রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুল ইসলাম জানান, বুধবার (২৫ ফেব্র“য়ারি) রাত সোয়া ৩টার দিকে সাওঘাট এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে থামানো একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এতে বাসের হেলপার মাইন উদ্দিন, ইয়াছিন ও শাকিল নামে তিনজন দগ্ধ হন। এদের মধ্যে ইয়াছিন ও শাকিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় বাসের মালিক সোহরাব হোসেন বাদী হয়ে ইজ্জত আলীসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে আসামি করে একটি মামলা করেন। ওই মামলায় ইজ্জত আলীকে গ্রেফতার করা হয়েছে
নোয়াখালী : বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের পূর্ব কুতুবপুর গ্রামের ব্যাপারী বাড়ির পাশের একটি সুপারি বাগানে অভিযান চালিয়ে চার জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে ৫টি পেট্রলবোমা, ১৭টি ককটেল, ২’শ ইয়াবা, ৬টি মোবাইল, ১০’হাজার ২’শ ৫৩ টাকা উদ্ধার করে র্যাব।বৃহস্পতিবার সকালে গোপণ সংবাদের ভিত্তিতে এগুলো উদ্ধার করে র্যাব-১১।র্যাবের লক্ষ্মীপুর ক্যাম্প কমান্ডার (এএসপি) মো. শামীম কবিরের নেতৃত্বে একটি এ অভিযান পরিচালনা করেন।আটককৃতরা হলেন- জাকির হোসেন (৩৭), হুমায়ন কবির (৩২), দোলেয়ার হোসেন (৩৫) ও এরশাদ উল্যা (৩৬)। তবে আটককৃতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
র্যাব-১১ এর সহকারী পরিচালক ও লক্ষ্মীপুর ক্যাম্প কমান্ডার (এএসপি) মো. শামীম কবির জানান, বেগমগঞ্জের কুতুবপুর গ্রামের একটি সুপারি বাগানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে তারা কোন দলের কিনা তা জানা যায়নি।তিনি আরো জানান, আটককৃতদের বেগমগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বিষয়টি পুলিশ তদন্ত করবে বলেও জানান তিনি।
গাইবান্ধা : গাইবান্ধা জেলায় নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় জামায়াত-শিবিরের ৩ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার সাদুল্যাপুর, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা থানা পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার মামলা রয়েছে। এসব মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। তারা সবাই জামায়াত-শিবিরকর্মী।দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানায় পুলিশ।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকা থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে এ অভিযান তাদেরকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রাশীদুল হাসানের নির্দেশে পুলিশের একটি বিশেষ দল জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সদর উপজেলার আকন্দবাড়িয়া গ্রামের শাজাহান আলীর ছেলে এক বছরের সাজাপ্রাপ্ত আসামি সাঈদ (২৮), দোস্ত গ্রামের নুর হকের ছেলে আরিফুল ইসলাম (২৬), দামুড়হুদা উপজেলার দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত পুটে মল্লিকের ছেলে তানজিল (৪০), জয়রামপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে সাদ্দাম (২৭), পীরপুরকুল্লা গ্রামের নূর বক্সের ছেলে হবি (৩২), জীবননগর উপজেলার পুরাতন লক্ষীপুর গ্রামের নুর ইসলামের ছেলে আমিনুর ইসলাম (৪৫) ও ইকরামুল (৩৫) কে গ্রেফতার করা হয়।সংশ্লিষ্ট থানার ওসিরা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা আছে।
গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে বিএনপির মিছিলে হামলা চালিয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এতে ৫ বিএনপি নেতাকর্মী আহত হন।বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপি নেতাকর্মীরা শ্রীপুরের যুগীর সিট সিপি মোড়ে মিছিল বের করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলে হামলা চালায়।এ হামলাকে কেন্দ্র করে কাওরাইদ বাজারে আবার বিএনপি ও আ.লীগের মধ্যে দ্বিতীয় দফায় সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের আরো ৪ জন আহত হয় হয় বলে জানা গেছে।দুই দফা সংঘর্ষে মোট ৯ হন আহত হয়েছে।এ বিষয়ে জানতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদিরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
নওগাঁ : নওগাঁ-বগুড়া মহাসড়কের নওগাঁর শাহাপুর এলাকায় চলন্ত ট্রাকে (চট্রো মেট্রো-ট ১১-০৩১০) ককটেল নিক্ষেপ করেছে দূর্বৃত্তরা।এতে দুদু মিয়া নামে ওই গাড়ির চালক দগ্ধ হয়েছেন।ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৯টার দিকে শহরের শাহাপুর এলাকায়। দগ্ধ দুদু মিয়া বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।দগ্ধ ট্রাক চালক দুদু মিয়া জানায়, বুধবার রাত সাড়ে ৯টার দিকে নওগাঁ শহর থেকে ফাঁকা ওই ট্রাকটি চালিয়ে পার্কিং এর জন্য যাচ্ছিল। এ সময় সদরের শাহাপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে দূর্বৃত্তরা। এ সময় তিনি গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এ ঘটনায় তার শরীরের বিভিন্ন স্থানে আগুন লেগে যায়।ঘটনার সত্যতা স্বীকার করে নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম জানান, এ ঘটনায় রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ময়মনসিংহ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফসিলের মোড় এলাকায় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।তবে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল করিম জানান, ককটেল বিস্ফোরণের কোন ঘটনা ঘটেনি।