শ্রীপুরে

দৈনিকবার্তা-গাজীপুর, ২৬ ফেব্রুয়ারি: গাজীপুরের শ্রীপুরে বৃহস্পতিবার আওয়ামীলীগ ও বিএনপি’র নেতা-কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫জন আহত হয়েছে। এলাকাবাসী জানায়, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কাওরাইদ ইউনিয়ন যুবদলের সভাপতি সামছুল হক মোড়ল ও সাধারণ সম্পাদক মোমিনুল কাদিরের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বৃহস্পতিবার শ্রীপুর উপজেলার কাওরাইদ-জৈনা বাজার সড়কে বাংলা বাজার থেকে একটি মিছিল বের করে। মিছিলটি সিপির মোড় এলাকায় পৌঁছলে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে ও মারধোরে শ্রীপুর উপজেলা বিএনপি’র শিক্ষা বিষয়ক সম্পাদক আফজাল হেসেন মন্ডল, জুয়েল রানা ও আতাউর রহমানসহ উভয় পক্ষের ৫জন আহত হয়েছে। গুরুতর আহত আফজাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীপুর মডেল থানার ওসি মহসিন উল কাদির জানান, হামলার কোন ঘটনা ঘটেনি, তবে উভয় পক্ষের মাঝে তর্ক-বিতর্ক হয়েছে মাত্র।