patharghata pic-2

দৈনিকবার্তা-পাথরঘাটা, ২৬ ফেব্রুয়ারি: সুন্দরবনে জলদস্যু আস্তানায় আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালালে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে পাথরঘাটার তিন জলদস্যু নিহত হয়েছে। এসম জলদস্যুদের আস্তানা থেকে বিপুল পরিমান অস্ত্র, গোলাবারুদ ও রসদ সামগ্রী উদ্ধার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার সময় সুন্দরবনের কাতলার খাল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জলদস্যু বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গ্রামের সোনা মোল্লার ছেলে সাদ্দাম (২৭), হাড়িটানা গ্রামের মোস্তফা সাবেক মোম্বরের( ওরফে কুরুত কাডালি মেম্বরের) ছেলে সোহেল (২৫) ও অন্য আর এক জনের নাম পরিচয় পাওয়া যায়নী।

অভিযানের নেতৃত্বে বরিশাল র‌্যাব-৮ এর উপ- অধীনায়ক মেজর আদনান কবির জানান, সাগরের জলদস্যু নিধনে দীর্ঘ দিন ধরে সুন্দরবনে অব্যাহত অভিযানের ধারাবাহিকতায় ১৫ দিন ধরে বাওয়ালী সদ্যবেশে সুন্দরবনে জলদস্যু আস্তানায় তারা সন্ধান করে এবং জেলেদের তথ্য উপাত্তের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ৭টার সময় তারা চান্দেশ্বরের কাছে একটি খাল দিয়ে প্রবেশ করে কাতলার খাল এলাকায় জলদস্যু আস্তানার কাছাকাছি গেলে দস্যুরা বাওয়ালী ভেবে র‌্যাবের ট্রলার থামাতে বলে। এসময় র‌্যাব সদস্যদের ট্রলার না থামালে তাদের লক্ষ করে দস্যুরা গুলি ছোরে। পরে র‌্যাবও পাল্টা গুলি চালায়। আধা ঘন্টা ধরে শতাধীক রাউন্ড গুলি বিনিময় এর পর দস্যুরা পালিয়ে গেলে বন বিভাগের সহযোগিতায় জলদস্যু আস্তানায় তল্লাশী করে তিনটি লাশসহ বিপুল পরিমান গোলাবারুদ, অস্ত্র ও দস্যুদের ব্যবহৃত মালামাল উদ্ধার করে। র‌্যাব ধারনা করেছে তারা দলে ২০/২৫ জন ছিল।

অস্ত্রগুলোর মধ্যে, ৯টি বিদেশী বন্দুক, ২টি সাটারগান, ১টি পিস্তল, ৬টি রামদা ও ৫৫রাউন্ড বন্দুকের গুলি ১টি সোলার সিষ্টাম, ১টি ঘড়ি, ২টি মোবাইলসহ রসদ সামগ্রী উদ্ধার করেছে। র‌্যাব কর্মকর্তা জানান,শ্মরণখোলা থানার আওতায় এ ঘটনাটি ঘটেছে এ কারণে ওই থানায় লাশ হস্তান্তরের পরে পুলিশ ব্যাবস্থা নিবে।এদিকে পাথরঘাটার জেলেরা জলদস্যুর নিহতের খবর শুনে এলাকায় আনন্দ মিছিল করেছে। বেলা সাড়ে ১২টার সময় র‌্যাব সদস্যরা পাথরঘাটা চরদুয়ানী বাজারের ব্রীজের কাছে লাশ নিয়ে আসলে মিছিলটি শুরু হয়। পরে বরফ কলের ঘাটের সাথে লাশের নৌকা বেধে রাখলে ব্রীজের ওপর থেকে উত্তেজিত জেলেরা জুতা ছুড়ে মাড়ে। এসময় জেলেদের মধ্যে সোহরাব, পিন্টু ও কালামসহ অনেকে জানান লাশ শ্মরনখোলা থানায় হস্তান্তরের পর লাশ পাথরঘাটা নিয়ে এসে তাদের অভিভাবকদের সামনে লাশের বিচার করা হবে।