গুলিবিদ্ধদৈনিকবার্তা-ফেনী, ২৪ ফেব্রুয়ারি: বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার গ্রেফতারী পরোয়ানার ঘটনাকে কেন্দ্র করে ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুরে আওয়ামীলীগ ও বিএনপির সংঘর্ষ হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় ৩ ছাত্রদলকর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে দাবী করেছে দলটি। গতকাল বুধবার দুপুর ১২ টার টানা দুই ঘন্টা উপজেলার শ্রীপুরে এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দূর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করায় বিক্ষুদ্ধ হয়ে ওঠে তাঁর জন্মভূমি ফুলগাজীতে। গণমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে ফুলগাজীর শ্রীপুর গ্রামের আওয়ামীলীগ সমর্থক আমেরিকা প্রবাসী এটিএম ইয়াছিন সাদেক বিপ্লবের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে বিএনপি সমর্থকরা। তাৎক্ষণিক উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: সেলিম ঘটনাস্থলে গেলে বিক্ষুদ্ধ বিএনপি সমর্থকরা তার মোটর সাইকেলে আগুন দেয়। এ ঘটনার পর আ’লীগ নেতাকর্মীরা জড়ো হয়ে অস্ত্র-স্বস্ত্র নিয়ে আক্রমন করে ছাত্রদল কর্মীদের উপর। এসময় তানভীর, দিপু ও সাইফুল নামে তিন ছাত্রদলকর্মী গুলিবিদ্ধ হয়। একই সময় আ’লীগকর্মীরা ওই গ্রামের রাশেদ ও ফারুকের দোকান ঘরে আগুন দেয়। আহতরা গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফরিদ আহাম্মদ বলেন, বেগম জিয়ার গ্রেফতারী পরোয়ানার প্রতিবাদে মিছিল করেত চাইলে পুলিশ ও ছাত্রলীগকর্মীরা স্বশস্ত্র আক্রমন করে। এসময় তানভীর, দিপু ও সাইফুল গুলিবিদ্ধ হয়। ফুলগাজী থানার পরিদর্শক হারুন অর রশিদ বলেন, বিষয়টি পারিবারিক সমস্য নিয়ে। কিন্তু এটিকে রাজনৈতিক রূপ দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত।