103915_enu

দৈনিকবার্তা-ঢাকা, ২৫ ফেব্রুয়ারি: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,আগুন-সন্ত্রাসীরা মানবসমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে৷ জনগণ ও সরকারের সম্মিলিত প্রচেষ্টায় এ যুদ্ধ বা আগুন-সন্ত্রাসীদের মোকাবেলা করতে হবে৷তথ্যমন্ত্রী ও জাসদর সভাপতি বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিত্‍সাধীন পেট্রলবোমায় দগ্ধ রোগীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন৷বিএনএস গ্রম্নপের সহায়তায় চিকিত্‍সাধীন ৪৬ জন রোগীর প্রত্যেককে ১ লাখ টাকার চেক প্রদান করা হয়৷

জাসদ’র নেত্রী ও সংসদ সদস্য শিরীন আক্তার, ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা অধ্যাপক সামনত্মলাল সেন, বর্তমান প্রকল্প প্রধান ডা. অধ্যাপক আবুল কালাম ও বিএনএস গ্রুপের চেয়ারম্যান এনএমএইচ বুলু এ সময় উপস্থিত ছিলেন ৷সবাই জানে খালেদা জিয়া যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদি শক্তি এবং আগুনসন্ত্রাসীদের পক্ষ নিয়েছেন’ এ কথা উলেস্নখ করে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার সঙ্গে রাজনৈতিক মিটমাটের প্রসত্মাব বাংলাদেশকে যুদ্ধাপরাধী, জঙ্গিবাদি ও আগুনসন্ত্রাসীদের কাছে ইজারা দেওয়ারই শামিল৷

তিনি বলেন,আমরা বেঁচে থাকতে বাংলাদেশকে কখনো আগুনসন্ত্রাসী, যুদ্ধাপরাধী, জঙ্গিবাদিদের কাছে ইজারা দিতে পারি না৷ আমরা ৭১-এ যে যুদ্ধ মোকাবেলা করেছি, তখনো পাকিসত্মানি হানাদার ও রাজাকাররা একটি মানবিক বিপর্যয় তৈরি করেছিল৷ আজকে সেভাবেই পাকিসত্মানিদের মতো, তালেবানদের মতো, মধ্যপ্রাচ্যের জঙ্গি আইএস-এর মতো খালেদা জিয়ার নেতৃত্বে এই আগুনসন্ত্রাসীরা অমানববিক .মর্মানত্মিক ও পৈশাচিক ঘটনা ঘটাচ্ছে৷ এর কোনো ক্ষমা হয় না, কেউ করতে পারে ন৷

হাসানুল হক ইনু বলেন, আগুনসন্ত্রাসী দানবদেও সাথে মানবদের মিটমাটের মানে হচ্ছে দানবদের আস্কারা দেওয়া, উসকানি দেওয়া৷গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য মন্ত্রী বলেন, আমরা চাই, গণমাধ্যমের বন্ধুরা আগুনসন্ত্রাসের মতো দানবীয়, নারকীয় ও পৈশাচিক ঘটনার বিরুদ্ধে ভূমিকা রাখবেন এবং বাংলাদেশকে আগুনসন্ত্রাসের দানবীয় তান্ডব থেকে বেরিয়ে আসতে সাহায্য করবেন৷সাম্প্রতিককালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারাদেশে আগুনসন্ত্রাসের চলমান তান্ডকে মানবিক বিপর্যয় হিসেবে অভিহিত করে জাসদ সভাপতি বলেন, এই বিপর্যয় মোকাবেলা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷খালেদা জিয়া সৃষ্ট আগুনসন্ত্রাসের ভয়াবহ তান্ডব থেকে জনগণকে রক৷ষা করার যে উদ্যোগ সরকার নিয়েছে তা অচিরেই সফল হবে দাবি করে তথ্যমন্ত্রী , পেট্রোল বোমায় দগ্ধদের সারিয়ে তুলতে চিকিত্‍সকদের দক্ষতা এবং নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন৷তিনি ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সকল চিকিত্‍সক, কর্মকর্তা ও কর্মচারীর প্রতি তার আনত্মরিক কৃতজ্ঞতা জানান ৷

উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের বার্ণ ইউনিটে চিকিত্‍সাধীন যেসব রোগীকে আর্থিক অনুদান প্রদান করা হয় তারা হলেন নোয়াখালী লক্ষ্মীনারায়ণপুর সদরের মো: বেলা হোসেন (৪৮), বগুড়া কাহালুর ট্রাক হেলপার জাহাঙ্গীর (৩৫), কিশোরগঞ্জ কুশলপুরের মরিয়ম (৭), নারায়ণগঞ্জের মো: শফিকুল (১৮), চট্টগ্রাম ডবলমুরিংয়ের সুবাস সৌম (৫৬), নারায়ণগঞ্জ রূপগঞ্জের মো: খোকন (৩০), ঢাকা ফকিরাপুলের রাজু আহমেদ (২০), রূপগঞ্জ নারায়ণগঞ্জের মো: শরিফ খান (৪৮), কুড়িগ্রাম হাওরিভিটার নুরনবী (২৫), মানিকগঞ্জ সিঙ্গাইরের মো: জিলক্বদ (২০), নওগাঁ কাজিরমোরের বাদশাহ (৩৮), ফেনী মধুভুইয়ার রাখাল নাথ (৪৫), নারায়ণগঞ্জ রূপগঞ্জের আবুল হোসেন (৩৫), নারায়ণগঞ্জ আড়াইহাজারের মো: সালাহউদ্দিন ভূইয়া (৩০), ফেনী পদুয়ার আবুল কাশেম (৩৫), জয়দেবপুরের সবুজ (২৩), টঙ্গি এরশাদ নগরের জাহাঙ্গীর হোসেন (৪২), দিনাজপুর নবাবগঞ্জের মামুনুর রশীদ (৪৬), ঢাকা উত্তর মুগদার সেলিম (৩০), টাঙ্গাইল শীতপুরের উজ্জ্বল (৩২) ও একই এলাকার মামুন (২১), ঢাকা বেইলী রোডের বিলস্নাল (২৬), বস্ল ইউনিটের মাসুদ (৩৫), ভাঙা ফরিদপুরের মো: আরিফ (২২), পাবনা কাজীরহাটের আবু তাহের (৭০), মৌলভীবাজার কমলগঞ্জের নিরাঞ্জন (১৯), লক্ষ্মিপুরের আব্দুর রশীদ (৩৫), বড়কান্দি সিরাজগঞ্জের সায়েম (২৫), আগৈলঝারা বরিশালের ফারম্নক হোসেন (৪৩), কাপাসিয়া গাজীপুরের জমির আলী (৪০), বগুড়ার বাদশা মিয়া (৪০), বগুড়া কাহালুর সাজু (৩০), মৌলভীবাজার কাকাবানা-এর জুয়েল (৩০), চট্টগ্রাম পাহাড়তলীর সেলিম (৪৫), ঢাকা মীরপুরের মো: কবির হোসেন (২৪), ঢাকা রামপুরার মো: আলী (২০), ঢাকা হাতিরঝিলের পলাশ (৯), পীরের বাগের মনির আহমেদ (৪০), মিরপুর ১-এর শারমিন (১৯), বি. বাড়িয়া সদরের জুই আক্তার (আড়াই বছর), ঢাকা মাতুয়াইলের সাইদা ফাতিমা (৩০) এবং ময়মনসিংহ গফরগাঁওয়ের মো: রাকিব মিয়া (১২)৷