feni-sadar-hospital-new-building-inaugarate-351x185

দৈনিকবার্তা-ফেনী, ২৪ ফেব্রুয়ারি: যাত্রা শুরু করল ২ শ’ ৫০ শয্যার ফেনী আধুনিক সদর হাসপাতাল। সোমবার হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।সিভিল সার্জন ডাক্তার মোঃ ইউসুফ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ রেজাউল হক পিপিএম, জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা: আলা উদ্দিন মজুমদার, জেলা আওয়ামীলীগ সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রহমান, ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, বিএমএ’র ফেনী জেলা সভাপতি ডা: মো: মনজুর ইকবাল, সাধারণ সম্পাদক ডা: সাহেদুল ইসলাম কাওসার প্রমূখ।

সংশ্লিষ্ট সূত্র মতে, ২০০৭ সালে শুরু হওয়া ১ শ’ ৫০ শয্যা বিশিষ্ট ফেনী আধুনিক সদর হাসপাতালের নতুন ভবনের নির্মাণ কাজ চলতি মাসের ১২ তারিখে শেষ হয়। ওই সূত্র জানায়, ১১ কোটি টাকা ব্যয়ে ৪তলা বিশিষ্ট ওই ভবনে বর্হি বিভাগ, এক্স-রে ও সিটিস্ক্যান বিভাগ, ৪টি অপারেশন থিয়েটার, ১০ শয্যার আইসিইউ, ১২ শয্যার সিসিইউ, ১৪ শয্যার ডায়ালিসিস, শয্যা জেনারেল ওয়ার্ড, পোস্ট অপারেটিভ ওয়ার্ড, কেবিন ও ভিআইপি কেবিন রয়েছে।প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে নিজাম উদ্দিন হাজারী বলেন, অপরাজনীতির কারণে স্বাধীনতার পর থেকে ফেনীতে মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি। ফেনীর মানুষকে সুন্দর পরিবেশে সহাবস্থানের রাজনীতিতে আমি ফিরিয়ে এনেছি। অপরাজনীতির নামে ফেনীকে আর অশান্ত করতে চাই না এবং আর অতীতের দিকে ফিরে যেতে চাই না। আমরা মাথা উচু করে ফেনীতে বসবাস করতে চাই এবং সকলের সমন্বয়ে ও সহযোগিতায় ফেনীর উন্নয়নে কাজ করে যেতে চাই।