দৈনিকবার্তা-ঢাকা, ২৪ ফেব্রুয়ারি: ২০দলের ডাকা চলমান হরতাল-অবরোধের মধ্যে মটরসাইকেলে পেট্রোল বোমা মেরে সিরাজগঞ্জে ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের বিক্রয় প্রতিনিধির কাছ থেকে ৫ লাখ টাকা ছিনতাই করেছে দূর্বৃত্তরা। বিক্রয় প্রতিনিধি সরোয়ার হোসেন (৩০) বেলকুচি থেকে ফেরার পথে সোমবার রাত ৮টার দিকে সদর উপজেলার কড্ডা-বেলকুচি আঞ্চলিক সড়কের খিদির বটতলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মটরসাইকেলের সামনে অংশ পুড়ে গেছে। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং সিরাজগঞ্জ শাখার বিক্রয় ব্যবস্থাপক রায়হান আলম খন্দকার জানান, মার্কেটিং করে ফেরার পথে তার কাছে থাকা ৫ লক্ষাধিক টাকা ও ব্যবসায়ীক লেনদেনের মোবাইল ছিনতাই করা হয়েছে। রাত সাড়ে ৯টার পরও তার জ্ঞান ফেরেনি। সদর থানার উপ-পরিদর্শক গোলাম মোস্তফা স্থানীয়দের বরাদ দিয়ে জানান, সরোয়ার হোসেন (৩০) বেলকুচি থেকে ফেরার পথে দূর্বৃত্তরা তার মটর সাইকেল লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারে। এসময় তিনি ছিটকে পাশ্ববর্তী ধান ক্ষেতের মধ্যে পড়ে যায়। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধারের পর সদর হাসপাতালে ভর্তি করেছে।