perliament-_48574_0

দৈনিকবার্তা-ঢাকা, ২৪ ফেব্রুয়ারি: দশম জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১১তম বৈঠকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলীর ক্ষেত্রে বিদ্যমান নীতিমালার অসঙ্গতি দূর করার সুপারিশ করা হয়।মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটি সভাপতি মোঃ মোতাহার হোসেন সভাপতিত্ব করেন।

বৈঠকে কমিটি সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান, আ খ ম জাহাঙ্গীর হোসাইন এবং মোঃ নজরুল ইসলাম বাবু অংশগ্রহণ করেন।শিক্ষক বদলীর ক্ষেত্রে বিদ্যমান নীতিমালার অসঙ্গতিপরীক্ষা-নিরীক্ষা করে প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যমে একটি প্রতিবেদন তৈরি করে তা পরবর্তী বৈঠকে পেশ করার সুপারিশ করা হয়।

রস্ক প্রকল্প পরিচালিত আনন্দ স্কুল পরিদর্শন করে গাণিতিক তথ্যের সাথে অর্থনৈতিক বিষয় সংযুক্ত করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপন করার সুপারিশ করা হয়।বৈঠকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে দপ্তরি কাম নৈশ প্রহরী নিয়োগের লক্ষ্যে নীতিমালা চুড়ান্ত করে কমিটিকে অবগত করা হয়।বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।